Shruti Das: 'প্রথা ভাঙার আলাদা আনন্দ', বোনপোর মুখেভাত দিয়ে লিখলেন শ্রুতি
মামা নয়, একরত্তির মুখে ভাত তুলে দিলেন মাসি। চিরাচরিত প্রথার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, 'সবসময় মামাভাত কেন? মাসিরাই তো ছোটদের খাওয়ায়!' এই উক্তিই ঝলমল করছে টেলি তারকা শ্রুতি দাসের সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে। সঙ্গে একগুচ্ছ ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবোনপোর অন্নপ্রাশনে তার মুখে ভাত তুলে দিয়েছেন শ্রুতি দাস। কোনও মামা নয়, মাসির হাতেই সারা হয়েছে মুখেভাত।
প্রথা অনুযায়ী, অন্নপ্রাশনে মামা বা দাদুর হাতেই প্রথম ভাত খায় একরত্তি শিশু। এই প্রথাকেই চ্যালেঞ্জ জানিয়েছেন শ্রুতি। তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার।
'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।
এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মুখে পড়েও কখনওই থেমে থাকেননি নায়িকা। প্রতিবারই মুখের মত উত্তর দিয়েছেন সমালোচকদের। এমনকি সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর বিরুদ্ধে আইনের দ্বারস্থও হয়েছেন তিনি।
সদ্য শেয়ার করে নেওয়া ছবিতে শ্রুতির স্নেহের রূপ দেখে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। পরম যত্নে একরত্তি বোনপোর মুখে ভাত তুলে দিচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, 'নিজের বোনপোকে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা। সেইসঙ্গে সাফল্যও। প্রথা ভাঙার আলাদাই আনন্দ। সবসময় কেই বা মামাভাত হবে? মা মাসিরাই তো খাওয়ায় রোজ বাচ্চাদের। বাবা বা মেসোমশাইরা কদাচিৎ।'
শ্রুতির এই পোস্টকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
জন্মসূত্রে শ্রুতির বাড়ি কাটোয়া। সেখানেই তাঁর পরিবারের সঙ্গে অনুষ্ঠানের আমেজে মেতে ওঠেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই টুকরো ছবি
তবে এই ছবি সদ্য নয়। অনুষ্ঠান হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। আজ সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করলেন শ্রুতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -