বাবা সইফ আলি খানের সঙ্গে খেতে-খামারে হুটোপুটি, চুটিয়ে জলও ঘাঁটল তৈমুর

সেই পার্টির ছবি করিনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবিতে তৈমুরকে মুখে লাল কালি মেখে কালো পোশাকে দেখা গিয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সম্প্রতি করিনা তৈমুরের ভালো লাগার কথা মাথায় রেখে বাড়িতে হ্যালোউইন পার্টি দিয়েছিলেন। এই পার্টিতে হাজির ছিল ছোট্ট তৈমুরের বন্ধুরা।

সইফ ও তৈমুরের খেতে-খামারে মজায় মেতে ওঠার ছবি অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে জমির পাশে সেচের নালায় নেমে কিছু খুঁজতে দেখা গিয়েছে। আর পাঁচটা বাচ্চার মতোই তৈমুরকে জল ঘাঁটতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তৈমুরের ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তৈমুরকে দেখা গেল বাবার সঙ্গে চাষের জমিতে জমিয়ে মেতে উঠতে দেখা গেল।
বলিউড দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -