Sourav Chakraborty Unknown Stories: স্কুলে গিয়ে রসগোল্লা খাওয়ার বায়না, ভাইকে সামলাতে নাজেহাল দিদি, সৌরভের অজানা গল্প
তাঁর পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি' যেন এক ঝটকায় ফিরিয়ে নিয়ে যায় স্কুলজীবনে। সেই রসায়ন পড়ার গল্প। দেবশ্রী রায়কে কেন্দ্র করে মুক্তি পেয়েছে সৌরভ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'। তবে বাস্তবে কেমন কেটেছিল পরিচালকের স্কুলজীবন? এবিপি লাইভ খুঁজল স্কুলজীবনের সৌরভকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিদির সঙ্গে একই স্কুলে পড়তেন সৌরভ। পরিচালক যখন আপার নার্সারিতে, দিদি তখন ক্লাস ফোর।
নিজের ছোটবেলার কথা মনে করে সৌরভ বলছেন, 'আমি যেদিন স্কুলে যাব, সেদিন দিদি স্কুলে যেতে চাইত না। কারণ আমি আর ও একসঙ্গে স্কুলে গেলেই ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়ত ওর কাছে!'
তখন সৌরভ অনেকটাই ছোট.. স্কুলে গিয়ে হঠাৎ বায়না ধরেন, তিনি রসগোল্লা খাবেন।
কিছুতেই সামলাতে না পেরে, শেষমেষ শিক্ষিকা সিদ্ধান্ত নেন তাঁকে দিদির কাছে দিয়ে আসার। আপার নার্সারির সৌরভকে বসিয়ে দেওয়া হল ক্লাস ফোরের ক্লাসরুমে।
শুধু তাই নয়, কান্না থামাতে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় রসগোল্লাও। কিন্তু সাধের মিষ্টি ছেড়ে আবার কান্না সৌরভের।
রসগোল্লা নয়.. তখন নাকি তাঁর চাই কালোজাম। রসগোল্লায় মন ভরবে না। ভাইকে সামলাতে নাজেহাল দিদি।
এখানেই শেষ নয়, সৌরভ নাকি একদিন স্কুলে কেঁদেকেটে এমন বমি করেছিলেন যে মাকে তাঁকে স্কুল থেকে ফিরিয়ে আনতে হয়েছিল শুধু ক্যালেন্ডার জড়িয়ে!
ছোটবেলার সেই চঞ্চল সৌরভ এখন পরিণত। এমনকি দেবশ্রী রায় অভিযোগ করেছেন, শ্যুটিং ফ্লোরে একটু বেশিই গম্ভীর থাকেন সৌরভ।
'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'কেমিস্টি মাসি'। পরিচালনার গুরুদায়িত্বে রয়েছেন সৌরভ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -