Hanuman Chalisa : স্পর্শ করবে না উৎকণ্ঠা, ভয়কে করবেন জয়, আর কী কী ঘটে হনুমান চালিশা পাঠ করলে?
হনুমান জিকে কলিযুগের সবথেকে জাগ্রত দেবতা বলা হয়। বিশ্বাস করা হয়,তিনি তাঁর ভক্তদের ডাকে দ্রুত সাড়া দেন। ও তাঁদের সঙ্কট দূর করেন।হনুমান চালিশা রচনা করেছিলেন তুলসীদাস। তা পাঠ করায় তাঁর নাকি বন্দিদশা ঘুচেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামভক্ত হনুমানকে বলা হয় সংকট মোচন। হনুমান তাঁর ভক্তদের সব ঝামেলা থেকে রক্ষা করেন এবং তাদের সমস্যার সমাধানও করেন। হনুমান চালিশা নিয়ে কী কী বিশ্বাস জেনে রাখতে পারেন।
ধর্ম সম্পর্কিত গ্রন্থে বর্ণিত আছে, আছে যে ব্যক্তি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তাঁর জীবনে কোনও সমস্যা হয় না। সমস্যা আসলেও সমস্যা সমাধানের পথও খুলে যায়।
হনুমান চালিশা পাঠে সর্বদা হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে বহু উপকার পাওয়া যায়। তবে সবটাই করতে হবে আন্তরিক ভাবে। করতে হয় বলে করা নয়। মানে ওষুধ খাওয়ার মতো করে নয়, আত্মস্থ করার মতো করে।
অসুখ-বিসুখ দূর হয়: হনুমান চালিশায় বলা আছে, হনুমানজি ভক্তের সব অসুখ - বিসুখ দূর করে। হনুমান চালিশা পাঠ করলে সকল প্রকার রোগ ও কষ্ট দূর হয়। হনুমান জির নাম নিলে কষ্টের উপশম হয়।
ভূত-প্রেতের উপদ্রব থেকে মুক্তি মেলে। মহাবীরের নাম শুনলে ভূত-পিশাচরা কাছে আসে না। এমনটাই বলা আছে হনুমান চালিশায়। হনুমান জির নাম নিলে, কোনও নেগেটিভ শক্তিই আর ধারে পাশে আসে না।
নেতিবাচকতা দূর হয়: যারা নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন তাদের জীবন থেকে নেতিবাচকতা চলে যায় এবং তাদের জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করে। ফলে ব্যর্থতার ভয় তাদের গ্রাস করে না । মনে থাকে কাজে সফল হওয়ার জেদ।
নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে নতুন শক্তি সঞ্চারিত হয় মনে। সকল প্রকার ভয় দূর হয়। হনুমান চালিশা পাঠ এতটাই উপকারী যে এটি পাঠ করলেই মনেএকটি নতুন শক্তি অনুভব করা যায় সহজেই। কোনও পরিস্থিতিই সহজে তাঁকে টলাতে পারে না।
হনুমান চালিশা পাঠ করলে কোনও ব্যক্তির আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -