Happy Birthday Shah Rukh Khan: জন্মদিনে ফিরে দেখা কিং খানের সেরা কিছু ছবি
৫৬ বছর পূর্ণ করলেন কিং খান। জন্মদিনে একবার ফিরে দেখা যাক তাঁর জনপ্রিয় কিছু ছবির তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে: ১৯৯৫ সালে মুক্তি পেলেও ২০২১ সালে এসেও একইভাবে সমাদৃত ব্লকবাস্টার এই ছবিটি। শাহরুখ-কাজল জুটির অন্যতম জনপ্রিয় ছবি।
বাজিগর: শাহরুখ-কাজল জুটির অপর জনপ্রিয় ছবি 'বাজিগর'। বক্সঅফিসেও বেশ সাফল্য লাভ করে ছবিটি। আব্বাস-মাস্তান পরিচালিত ছবির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন শিল্পা শেট্টি।
ডর: ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত যশ চোপড়া পরিচালিত এই ছবিটি একটি 'সাইকোলজিক্যাল থ্রিলার'। ছবিতে শাহরুখ খান ছাড়াও সানি দেওল, জুহি চাওলা অনুপম খের অভিনয় করেছিলেন। এই ছবিটি কিং খানের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট।
কর্ণ অর্জুন: অ্যাকশন ড্রামা ঘরানার ছবিতে শাহরুখ ও সলমান খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ছবিটি মূলত পুনর্জন্মের ওপর তৈরি। ছবিতে শাহরুখ-সলমানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়াণ অভিনেত্রী রাখি।
কুছ কুছ হোতা হ্যায়: রোম্যান্টিক কমেডি ড্রামা। শাহরুখ-কাজল-রানি মুখোপাধ্যায় অভিনীত ছবিটি কেবল প্রেমেরই নয়, বন্ধুত্বেরও গল্প বলে।
দেবদাস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস 'দেবদাস' থেকে তৈরি হয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবিটি। নাম চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।
কল হো না হো: ২০০৩ সালের ছবি। নিখিল আডবাণী পরিচালিত ও কর্ণ জোহরের লেখা ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সেফ আলি খান।
স্বদেশ: আশুতোষ গওয়ারিকর পরিচালিত ছবি। নাসা বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছিলেন কিং খান। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী গায়ত্রী যোশীকে।
চক দে ইন্ডিয়া: জনপ্রিয় স্পোর্টস ঘরানার ছবি। হকি নিয়ে তৈরি ছবিতে কবীর খানের চরিত্রে অভিনয় করেছিলেন এসআরকে।
মাই নেম ইজ খান: শাহরুখ-কাজল জুটির অন্যতম সেরা ছবি। এই সিনেমা বক্স অফিস সাফল্য তো এনেইছিল, সেই সঙ্গে সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল এই পর্দার রিজওয়ান খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -