Charu Asopa Baby Pics: 'লক্ষ্মী এলো ঘরে', কন্যাসন্তানের মা-বাবা হলেন চারু-রাজীব, শুভেচ্ছা সুস্মিতার
লক্ষ্মী এল ঘরে। কন্যাসন্তানের জন্ম দিলেন অশোপা চারু। বাবা হলেন রাজীব সেন। সুস্মিতা সেনের পরিবারে এল নতুন সদস্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তানের জন্মের পর এই ছবিটি আপলোড করেছেন চারু। নতুন মা-বাবার এই ছবি দেখে আবেগে ভেসেছে নেটদুনিয়া।
অশোপা চারু বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাইয়ের স্ত্রী। ২০১৯-এর ১৬ জুন সুস্মিতার ভাই রাজীব সেনের সঙ্গে চারুর বিয়ে হয়। রুশ বংশোদ্ভূত চারু রাজস্থানের বাসিন্দা।
বিয়ের দুই বছর পর মা হলেন চারু। সোশ্যাল মিডিয়াতে এর আগেই রাজীব ও চারু জানিয়েছিলেন, তাঁরা বাবা-মা হতে চলেছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের এই ছবিটি শেয়ার করে চারু ও রাজীবকে শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা সেন। লিখেছেন, তাঁর সদ্যোজাতের ছবি ভাগ করে নেওয়ার অনুমতি নেই, তাই নিজের এই ছবিটি পোস্ট করেছেন তিনি।
চারু একদিকে যেমন অভিনেত্রী, তেমনই তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের স্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে সবসময় পাশে থাকার জন্য স্বামী রাজীবকে ধন্যবাদ জানিয়েছেন চারু।
সদ্যোজাতের সঙ্গে মা-বাবার এই ছবিটি ভআইরাল হয়েছে নেটদুনিয়ায়। আবেগপ্রবণ এই ছবিটির প্রশংসা করেছেন অনেকেই।
ধনতেরাসেই আগেই সুস্মিতা সেনের পরিবারে লক্ষ্মীর আগমন। খুসিতে ভাসলেন গোটা পরিবারেই।
বলিউডের তারকা থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মা ও সদ্যোজাতকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -