Subhasree Ganguly: এপার বাংলায় এসে বাঁচিয়ে রাখা ওপার বাংলার আস্বাদ, 'ইন্দুবালা'-র গল্প বলবেন শুভশ্রী
ওয়েব সিরিজে পা রেখেই চ্যালেঞ্জিং চরিত্র, ৭৫ বছরের বৃদ্ধার ভূমিকায় অভিনয়, প্রস্থেটক মেকআপ.. সব মিলিয়ে শিরোনামে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র ইন্দুবালা ভাতের হোটেল (Indubhala Bhater Hotel)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার নিয়ে চর্চাও কম হয়নি। তবে সহজ ছিল না 'ইন্দুবালা'-র চরিত্রে অভিনয় করা।
নিজের শিকড় থেকে অন্য জায়গায় এসে খাবারের মধ্যে খুঁজে পাওয়া পেশা ও নেশা.. সেই গল্পই বলবে কল্লোল লাহিড়ীর উপন্যাস অনুসারে দেবালয় ভট্টাচার্য্যের পরিচালিত এই ওয়েব সিরিজ।
শুভশ্রী বলছেন, 'এই ওয়েব সিরিজের হাত ধরে ওটিটিতে পা রেখেছি আমি। তবে ওটিটিতে পা রাখার জন্য এর চেয়ে ভাল সুযোগ আর হতে পারে না। যখনই চরিত্রটা, চিত্রনাট্য পড়েছি, মনে হয়েছে এই কাজটা আমায় করতেই হবে।'
শুভশ্রী বলছেন, 'এতটাই আলাদা, আমি এটা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। দর্শকেরা ট্রেলার দেখে ঠিক কী বলেন সেই অপেক্ষায় রয়েছি।'
শুভশ্রী বলছেন, 'আশা করি, মানুষ এই সিরিজ সম্পর্কে একটা ধারণা পাবেন ট্রেলার থেকে। ৮ মার্চ মুক্তি পাবে এই সিরিজ, অপেক্ষায় রয়েছি।'
শুভশ্রী ছাড়া এই সিরিজের অন্য়ান্য চরিত্রে রয়েছেন, প্রতীক দত্ত, দেবপ্রীতম দাশগুপ্ত, অঙ্গনা রায়, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, তীর্থঙ্কর চক্রবর্তী ও রাহুল বন্দ্যোপাধ্যায়।
সিরিজের সুরের দায়িত্বে রয়েছেন অমিত। এই গল্প পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের এক অল্পবয়সী মেয়ের। সেখানে খুব ভালভাবে, হাসিখুশি ভাবেই কাটছিল তাঁর জীবন।
হঠাৎ তাঁকে কলকাতা চলে আসতে হয় তাঁকে, বদলে যায় জীবনের গতিপথ। কিন্তু নিজের শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য ইন্দুবালা বেছে নেয় খাবারকে।
দেশের খাবারকে হাতের যাদুতে বাঁচিয়ে রাখে সে। আর প্রত্যেক খাবারে জড়িয়ে থাকে কোনও না কোনও স্মৃতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -