New Serial: নাগকন্যার প্রণয় ও প্রতিশোধের গল্প নিয়ে শুরু হচ্ছে 'সুনেত্রা'
ABP Ananda
Updated at:
11 Nov 2022 06:40 PM (IST)
1
'সান বাংলা'য় আসতে চলেছে নতুন ধারাবাহিক। নাম 'সুনেত্রা'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এই গল্পের প্রধান চরিত্র এক নাগ কন্যা। তার নাম সুনেত্রা।
3
সুনেত্রা ফিরে এসেছে তার সাত জন্মের প্রতিশোধ নিতে।
4
রাক্ষস দমন করে নাগমণিকে সুরক্ষিত করতে দেখা যাবে।
5
রাক্ষস দমনের এক মাত্র উপায় এক নাগিনের সঙ্গে এক মানুষের প্রণয়।
6
সুনেত্রা কি পারবে নাগমণিকে সুরক্ষিত করতে?
7
এক নাগকন্যার প্রণয় ও প্রতিশোধের গল্প বলবে এই ধারাবাহিক।
8
এই নতুন ধারাবাহিক শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে।
9
'সান বাংলা'য় এই ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যা ৭টায়।
10
অভিনয়ে শিবানি তোমর, প্রেম জ্যাকব ও ভরদ্বাজ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -