Sunidhi Chauhan: ক্রিসমাসের আগেই কলকাতায় সুনিধি চৌহান! কবে, কোথায়, কীভাবে মিলবে টিকিট?
কলকাতায় আসছেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। সুনিধির নতুন প্রযোজনা 'আই অ্যাম হোম' নিয়ে কলকাতায় আসতে চলেছেন সুনিধি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমবার সুনিধির ‘I Am Home’ প্রযোজনাটি আসছে কলকাতায়। আর সেই কারণেই উচ্ছ্বাসে ভাসছে শহরবাসী।
ক্লাসিক মেলোডি থেকে শুরু করে রীদমের গান.. সমস্ত কিছুরই মিশেল থাকবে এই কনসার্টে। পাশাপাশি থাকবে আরও একটি চমক।
সুনিধির গানে এদিন পা মেলাতে মঞ্চে হাজির থাকবেন তমন্না ভাটিয়া। শ্রোতাদের দিক থেকে এটা বাড়তি আকর্ষণ তো বটেই।
সুনিধির 'আজ কি রাত' গানে পা মেলাবেন তমন্না ভাটিয়া। দর্শকেরা এই জুটিকে দেখতে ভিড় করবেন না তাও কি হয়?
ইতিমধ্যেই শহর মুড়ে গিয়েছে সুনিধির পোস্টারে। তবে সেখানে লেখা রয়েছে কেবল সুনিধির আসার কথাই। তমন্না এই শো-এর একেবারেই চমক
কবে হবে এই শো? খোঁজ নিয়ে জানা যাচ্ছে, আগামী ২৪ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের আগের দিন কলকাতায় আয়োজন করা হয়েছে এই শো-এর।
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সন্ধে সাতটা থেকে হবে এই শো। টিকিট পাওয়া যাবে অনলাইনেই।
এদিনের গানের তালিকায় থাকবে সুনিধির জনপ্রিয় গানগুলি, যেমন 'ধুম মচা লে', ' দেশি গার্লট, 'কমলি', 'ক্রেজি কিয়া রে' ছাড়াও একাধিক গান।
শহর ক্রিসমাসের আগেই তৈরি হচ্ছে সুরে, ছন্দে মেতে উঠতে। সুনিধি চৌহান আসছেন নব্বইয়ের দশকের স্মৃতি ফেরাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -