Baked Apple Benefit: আপেল দেখলেই নাক সিঁটকোন? বেকড আপেল খেলে শরীর-মন ভাল থাকবে দুইই
কথাতেই আছে An Apple a Day Keeps the Doctor Away। আপেল খাওয়ার উপকারিতা অনেক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিন একটি করে আপেল খেলে শরীর স্বাস্থ্যও ভাল থাকে। তবে স্বাদ পরিবর্তন করতে হলে বেকড আপেলও খেতে পারেন।
লাল কিংবা সবুজ আপেলের উপকারিতা অনেক। বিশেষজ্ঞদের মতে, লাল আপেলের তুলনায় সবুজ আপেলে আছে বেশি ভিটামিন, প্রোটিন, খনিজসহ আরও নানা উপকারী উপাদান।
হাড় এবং দাঁত ভালো রাখতে কাজ করে আপেল। মূলত বেকড আপেল। সেখানে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের ক্ষয় রোধ করে।
লিভার ভালো রাখতে নিয়মিত বেকড আপেল খেতে পারেন। বেকড আপেলে পুষ্টিগুণ নষ্ট হয় না।
ত্বকের জন্যও খেতে পারেন বেকড আপেল। ডায়াবেটিস যাঁদের রয়েছে তাঁরা বেকড আপেল খেতে পারেন।
হাঁপানি রোগীরাও প্রতিদিন একটি করে আপেল খান। হাঁপানির ঝুঁকি কমে প্রায় ২৩ শতাংশ।
বেকড আপেল উচ্চ-রক্তচাপ কমায়, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে, হজমের সমস্যা কমায় এবং সেইসঙ্গে ক্ষুধা বাড়াতেও সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -