Dhanteras 2021: দেবতাদের কোষাধ্যক্ষ তিনি! ধনতেরসে কুবেরের আরাধনায় বিপুল অর্থলাভের সম্ভাবনা
ধন কুবেরের আরাধনায় আপনিও হয়ে উঠতে পারেন সম্পদের অধিকারী
1/10
কাল ধনতেরস। কার্তিক মাসের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। এই দিনে ধাতব জিনিস ঘরে আনা শুভ বলে মনে করা হয়।
2/10
কথিত আছে কার্তিক ত্রয়োদশীর দিন সমুদ্র মন্থনে জন্ম নিয়েছিলেন দেবী ধন্বন্তরি। তার দু-দিন পরেই ক্ষীরসাগরে মন্থনে উঠে আসেন মহালক্ষ্মী। এর জন্যই দীপাবলির দু-দিন আগে ধনতেরাস পালন করা হয়ে থাকে।
3/10
বিশ্বাস করা হয় কুবের ধন-সম্পদের দেবতা। কুবের শিবের তপস্যা করার পর, শিব তাঁকে যক্ষ এবং যক্ষীনি-বামন অর্ধ-ঈশ্বর যিনি প্রাকৃতিক ঐশ্বর্য্য রক্ষা করেন, তাঁদের রাজা করে দেন।
4/10
শাস্ত্র মতে এক অতি সাধারণ মানুষ ছিলেন কুবের। এই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন কুবের শিবের কাছ থেকে বর লাভ করে। দুনিয়ার সব সেরা সম্পদ তিনিই পাবেন মহাদেব কুবেরকে আশীর্বাদ করলেন।
5/10
ধনতেরাস ভগবান কুবেরকে উৎসর্গ করা একটি উৎসব। লোকজন ধনতেরাসে প্রায়শই সোনা ক্রয় করেন, কারণ 'ধন' অর্থাৎ সোনা বা নতুন দ্রব্য ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
6/10
কুবের বিশ্বের রক্ষাকর্তাদের মধ্যে একজন এবং উত্তরদিকের প্রভু বলা হয়ে থাকে। তাই ঘরের উত্তর দিকে মুখ তকেই কুবেরের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়।
7/10
কুবের মন্ত্র: 'ওম ইকশয়া কুবেরায় ভাইশ্রাবানায় ধন ধান্যে ধিপাত্যয় ধন ধান্যে সমৃদ্ধম মে ধি দপয় সোয়াহা', এই মন্ত্রটি জপ করা শুরু করলে পরিবারে সমৃদ্ধির আসে।
8/10
ধনতেরাসে সোনা ক্রয় করার পূর্বে, ভক্তরা তাঁদের জীবনে সম্পদ এবং সমৃদ্ধি আহ্বান করার জন্য কুবের-লক্ষী পূজা করেন। এটিও বিশ্বাস করা হয় যে কুবেরের পূজা করলে তা আপনার সম্পদ প্রতিপালন এবং রক্ষা করতে সহায়তা করবে।
9/10
প্রচলিত আছে, সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরীর অবতরণ হয়, সে সময় তাঁর হাতে পিতলের অমৃত কলস ছিল। বাকি হাতে শঙ্খ, চক্র, ঔষধী বিদ্যমান ছিল। তাই এদিন পিতলের বাসন কেনা শুভ। পিতল ছাড়াও তামার বাসনও কিনতে পারেন।
10/10
কুবেরের পাশাপাশি, ধনতেরাসের দিন বাড়িতে রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি প্রতিষ্ঠা করুন। যদি রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্য ধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।
Published at : 01 Nov 2021 10:49 PM (IST)