Adah Sharma: 'দ্য কেরালা স্টোরি'র ফাতিমা, এর আগে কোন কোন ছবিতে দেখা গেছে আদাহকে?
এখন আলোচনার শীর্ষে 'দ্য কেরালা স্টোরি'। ছবি নিয়ে তৈরি হচ্ছে একাধিক বিতর্ক। ছবির মুখ্য চরিত্রে দেখা গেছে আদাহ্ শর্মাকে। এক ঝলকে তাঁর আরও কিছু কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮ সালে হরর ছবি '১৯২০'র হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেন আদাহ্। ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউর জন্য মনোনীত হন।
এরপর বেশ কিছু ছবি করেন। কিন্তু সাফল্য তেমন মেলেনি। কাজ করেন তেলুগু ছবিতেও।
২০১৪ সালে মুক্তি পায় 'হসি তো ফসি'। সিদ্ধার্থ মলহোত্র ও পরিণীতি চোপড়া অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় আদাহকে।
২০১৭ সালে মুক্তি পায় 'কমান্ডো ২'। সেখানে ইনস্পেক্টর ভাবনা রেড্ডির চরিত্রে দেখা যায় তাঁকে।
২০১৯ সালে মুক্তি পায় 'কমান্ডো ৩'। সেখানেও তাঁকে ইনস্পেক্টর ভাবনা রেড্ডির চরিত্রেই দেখা যায়।
২০২৩ সালে 'দ্য কেরালা স্টোরি'র আগে মুক্তি পায় 'সেলফি'। সেই ছবিতেও অভিনয় করেন আদাহ্।
হিন্দি সিনেমায় বিশেষ ছাপ ফেলতে না পারলেও একাধিক তেলুগু, তামিল, কন্নড় ছবিতে অভিনয় করেছেন আদাহ্।
শেষ তাঁকে ২০১৯ সালে 'ডা. পদ্মা' নামে তেলুগু ছবিতে দেখা গিয়েছিল।
তাঁর প্রথম তেলুগু ছবি মুক্তি পায় ২০১৪ সালে। ছবির নাম 'হার্ট অ্যাটাক'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -