Hair Care Tips: গরমের দিনে সঠিক ভাবে যত্ন নিতে হবে স্ক্যাল্পেরও, কী কী করবেন?
বর্ষার মরসুমে (Monsoon) যেমন চুলের সমস্যা দেখা দেয়, তেমনই গ্রীষ্মকালেও (Summer) চুলে একাধিক সমস্যা (Hair problems) দেখা দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত চুলে এবং স্ক্যাল্প অর্থাৎ মাথার তালুতে ঘাম বসে চুল পড়া থেকে শুরু করে, খুশকি, ডগা ফেটে যাওয়া, চুল লালচে হওয়া - এই জাতীয় সমস্যা দেখা যায়।
তাই গরমের দিনে বলা ভাল সারা বছরই স্ক্যাল্পের সঠিক ভাবে যত্ন প্রয়োজন। গরমকালে চুলের বিশেষ করে স্ক্যাল্পের যত্ন নেওয়ার জন্য কী কী করবেন, একনজরে দেখে নেওয়া যাক।
নিয়মিত শ্যাম্পু করুন- যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা রোজই শ্যাম্পু করতে পারলে ভাল। বাকিরা সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন।
গরমের দিনে ঘামের ফলে স্ক্যাল্পে খুব সহজে নোংরা জমে যায়। এর থেকে চুলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। প্রচুর চুল পড়ার সমস্যার পাশাপাশি খুশকির সমস্যাও দেখা দিতে পারে।
চুল এবং স্ক্যাল্পের ধরন অনুসারে শ্যাম্পু বেছে নিন- সব ধরনের শ্যাম্পু আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এক্ষেত্রে একটু সতর্ক থাকুন।
আপনার চুলের ধরন এবং স্ক্যাল্প বা মাথার তালুর ধরন অনুসারে শ্যাম্পু বেছে নেওয়া প্রয়োজন। দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এই ব্যাপারে।
ল পরিষ্কার রাখা প্রয়োজন- গরমের মরসুমে বিশেষ করে এবং সারা বছরই চুল ভালভাবে পরিষ্কার করে রাখা দরকার। চুলের লেংথ পোরশন বা লম্বা অংশের পাশাপাশি স্ক্যাল্পও পরিষ্কার করা দরকার। তাই নিয়মিত স্নান এবং শ্যাম্পু করার অভ্যাস রাখা প্রয়োজন।
চুলের হাইড্রশনের দিকে নজর দিন- গরমের মরসুমে ঘাম হয়ে স্ক্যাল্পে চিটচিটে ভাব দেখা দেওয়ার সঙ্গে একই ভাবে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যেতেও পারে। সেক্ষেত্রে শ্যাম্পুর আগে তেল ম্যাসাজ করা জরুরি। এর জন্য সবচেয়ে ভাল হল নারকেল।
হাল্কা গরম করে নারকেল তেল ভালভাবে চুলের লম্বা অংশ এবং স্ক্যাল্পে ম্যাসাজ করে নিতে হবে। এর ফলে চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর হবে সহজেই। এর সঙ্গে চুলের গোড়া মজবুত হবে। চুল পড়া এবং ডগা ফেটে যাওয়ার সমস্যা কমে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -