Mother's Day 2022 : বেশি কিছু আয়োজনের প্রয়োজন নেই, সহজেই মায়ের মন ভাল করে দিতে পারেন এই ভাবে
বিশ্ব মাতৃত্ব দিবস-এ (Mother's Day যদি একটু অন্যরকম কিছু করা যেত ! কিছু ভেবেছেন বিশেষ এই দিনে মাকে কীভাবে আদরে ভরিয়ে দেবেন ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা-কে সারপ্রাইজ দিতে পারেন পছন্দের ব্রেকফাস্ট পরিবেশন করে। রান্না য় পটু না হলে গুগল করে বের করে নিন রেসিপি।
মায়েরা অনেক সময়ই সন্তানকে নিয়ে কাটানো পুরনো সময়গুলি ফেরত পেতে চান। সন্তানকে ছোটবেলার মতো করে কাছে পেতে চান। গিফট করতে পারেন অ্যালবাম।
সন্ধেয় বাড়ির ডাইনিং-এই আয়োজন করে ফেলতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার। চাইলে রুফটপ বা বারান্দাতেও আয়োজন করতে পারেন ডিনার।
আলো বন্ধ করুন । মায়ে পছন্দের গান চালান। আর হ্যাঁ, আজকের দিনটা মাকে রান্না করতে দেবেন না।
সারাদিনের ব্যস্ততায় মায়ের সঙ্গে হয়ত কথা বলাই হয়ে ওঠে না। মাও হয়ত অনেক কথা বলতে চান। রাতের বেলা বা দুপুরে মায়ের সঙ্গে সেইসব কথা শেয়ার করুন।
চাইলে অনেক রকম মজার খেলাও আছে যা মায়ের সঙ্গে খেলতে পারেন। মাকে পড়ে শোনাতে পারেন তাঁর পছন্দের কোনও কবিতা বা গল্প।
মায়ে পছন্দের গান চালান। আর হ্যাঁ, আজকের দিনটা মাকে রান্না করতে দেবেন না। অর্ডার করুন মায়ের পছন্দের ফ্লেভারের কেক, সঙ্গে ফুল।
মনে হলে, আগের রাতেই মায়ের ঘরে সাজিয়ে রাখতে পারেন পছন্দের ফুল। আগেরদিন আপনি অফিসে থাকা কালীনই ডেলিভারি অ্যাপে অর্ডার করে পাঠিয়ে দিন ফুল।
চাইলে অনেক রকম মজার খেলাও আছে যা মায়ের সঙ্গে খেলতে পারেন। মাকে পড়ে শোনাতে পারেন তাঁর পছন্দের কোনও কবিতা বা গল্প।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -