Health Tips : ক্যান্সার প্রতিরোধ থেকে মাথাব্যথার উপশম, নাকে ঘি আর কি কারণে দেবেন ?
বিভিন্ন খাবারে আমরা হামেশাই ঘি ব্যবহার করে থাকি। খাবারে ঘি-এর ব্যবহার স্বাদ বাড়ায় নিঃসন্দেহে। নির্দিষ্ট পরিমাণ ঘি খাবারে ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য উপকারীও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, জানেন কি নাকে ঘি দেওয়া একটি আয়ুর্বেদিক পদ্ধতি ? এটি আয়ুর্বেদে খুবই কার্যকর বলে বিবেচিত হয়।
শরীরের অনেক সমস্যা দূর করে। চোখ ভাল রাখে। এছাড়াও নাকে ঘি- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাওয়া যায় আরও অনেক উপকার।
নাকে ঘি দিলে চোখ ভাল থাকে। দৃষ্টিশক্তি বাড়ায়।
ক্যান্সার প্রতিরোধে নাকে ঘি লাগান। এটি ক্যান্সার কোষ গঠনে বাধা দেয়।
নাকে ঘি ঢেলে চুল পড়ার সমস্যা দূর করা যায়। এছাড়াও এটি চুলের অন্যান্য সমস্যাও কমায়।
মাথাব্যথা হলে নাকে ঘি লাগান। তাৎক্ষণিক উপশম দিতে পারে।
স্মৃতিশক্তি বাড়াতে নাকে ঘি লাগান। এতে আপনার মানসিক বিকাশও হবে।
নাকে ঘি দিলে মানসিক চাপ কমে।
এর পাশাপাশি মানসিক সমস্যা সম্পর্কিত অন্যান্য সমস্যারও শিথিলতার কারণ হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -