Dance Dance Junior: ছোটপর্দায় বড় চমক! কালজয়ী হিন্দি গানের ছন্দে মঞ্চ মাতাবেন খুদে প্রতিযোগিরা
আগামী শনিবার ও রবিবার অর্থাৎ ২৭ ও ২৮ অগাস্ট 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩-এ বিশেষ পর্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুপারস্টারদের সুপারহিট গানে নেচে স্টেজে আগুন লাগাবে খুদে নৃত্যশিল্পীরা।
দেখা মিলবে খুদে উমরাও জানের, সঙ্গে থাকবে বেলি ডান্সের স্বাদ।
এই চোখ ধাঁধানো পারফর্ম্যান্সের মাধ্যমেই পালিত হবে 'সুপারস্টার উইক'। কালজয়ী গানে ১৬ প্রতিযোগিকে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে।
সম্প্রতি শুরু হয়েছে প্রচুর নতুন চমক নিয়ে ফের নাচের মঞ্চে লড়াই।
এবার বিচারকের ভূমিকা থেকে শুরু করে মেন্টর, সবার নামেই চমক।
'ডান্স ডান্স জুনিয়র'-এর সৌজন্যেই এবার ছোটপর্দায় একসঙ্গে দেব আর রুক্মিণী মৈত্র। বিচারকের ভূমিকায় তাঁদের সঙ্গে মনামী ঘোষ।
অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় রয়েছেন তৃণা সাহা, দিপান্বিতা রক্ষিত ও অভিষেক বসু।
এই অনুষ্ঠানে আগের সিজনের মতোই সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন লাড্ডু ও উদিতা।
আপাতত সুপারহিট গানে তালে সুপার-ডুপার পারফর্ম্যান্সের জন্য চোখ থাকুক শনি-রবিবার টিভির পর্দায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -