Bollywood: একাধিক দেশে নিষিদ্ধ 'টাইগার ৩'? তালিকায় এর আগের কিছু বলিউডি ছবি
সাম্প্রতিক সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, সলমন খানের 'টাইগার ৩'-কে ওমান, কাতার ও কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী দেশ ও চরিত্রদের নেতিবাচকতার সঙ্গে দেখানো হয়েছে এই অভিযোগেই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় আছে 'দ্য কাশ্মীর ফাইলস'। শোনা যায়, সিঙ্গাপুরে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি নিষিদ্ধ করা হয় দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে সেই আশঙ্কায়।
'টাইগার ৩' ছবির আগে 'পদ্মাবত' নিষিদ্ধ করা হয় মালয়শিয়ায়। সেখানেও অভিযোগ ওঠে যে ইসলাম ধর্মকে খারাপভাবে দেখানো হচ্ছে।
সংবেদনশীল বিষয় হওয়ার কারণে অক্ষয় কুমারের 'ওহ মাই গড' ছবিটি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মুক্তি পেতে দেওয়া হয়নি।
বিদ্যা বালানের জনপ্রিয় 'দ্য ডার্টি পিকচার' ছবিটি কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অভিযোগ এর কারণ ছিল ছবির একাধিক 'বোল্ড' বা 'সাহসী' দৃশ্য।
'রাঞ্ঝনা' পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় এর বিতর্কিত বিষয়ের জন্য। যদিও এই ছবি বেশ জনপ্রিয়তা লাভ করে ভারতে।
অপর এক বিতর্কিত ছবি 'উড়তা পঞ্জাব'। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ এর বিষয় ছিল মাদক সেবন ও সেই থেকে হওয়া নেশা।
অক্ষয় কুমারের ছবি 'বেবি'। ভারতে জনপ্রিয় হলেও পাকিস্তানে নিষিদ্ধ হয়ে যায় কারণ অভিযোগ ওঠে পাকিস্তানকে এই ছবিতে নেতিবাচক আলোয় দেখানো হয়েছে।
মহিলাদের শারীরিক প্রক্রিয়া ঋতুচক্র ও তার ব্যাপারে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্য নিয়ে তৈরি 'প্যাডম্যান' নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। এই ছবি তাদের সংস্কৃতি বিরোধী বলে জানানো হয়।
'বম্বে' ছবিটি সিঙ্গাপুর ও মালয়শিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ এই ছবির গল্প তৈরি হয়েছিল এক ইসলাম ধর্মাবলম্বী নারীর হিন্দু ছেলের প্রেমে পড়া নিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -