Tollywood Corona Update: টলিউডে ফের করোনার থাবা, নতুন করে আক্রান্ত হলেন কোন কোন তারকা?
রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। একের পর এক করোনা কাঁটায় বিদ্ধ টলিউড। আজ করোনা আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ''আমি আর আমার পরিবারের বেশ কিছু সদস্য কোভিড পজিটিভ। আমরা সবাই বাড়িতেই আইসোলেশনে রয়েছি। প্রত্যেকে দয়া করে করোনাবিধি মেনে চলুন ও সুরক্ষিত থাকুন।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকালই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে দেবের। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে সেই কথা জানিয়েছেন অভিনেতা সাংসদ। দেব লেখেন, ''সবার চিন্তার জন্য ধন্যবাদ। আমি করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। আমি কোভিড পজিটিভ এবং প্রায় উপসর্গহীন। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।'
করোনা আক্রান্ত রুক্মীনি মৈত্রও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, তিনি লেখেন, 'সবাইকে জানাচ্ছি আমি করোনা পজিটিভ। আপাতত আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি ও পারিবারিক চিকিৎসকের থেকে পরামর্শ নিচ্ছি। সবাই শক্ত থাকুন, যতটা সম্ভব টেস্ট করান আর মাস্ক পরে থাকুন। আশা করি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। সবাইকে ধন্যবাদ।'
কোনও জমায়েত বা বাইরের অনুষ্ঠানে যাননি, তারপরেও করোনা আক্রান্ত হয়েছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিমি লেখেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিমি লেখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি বা কোনও মানুষের বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখাসাক্ষাৎ-ও করিনি। খুব খারাপ হল। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি ও বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমি সবাইকে আবেদন করব সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে। দয়া করে সবাই সুস্থ থাকুন আর মাস্ক পরুন।'
করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষও। সোশ্য়াল মিডিয়ায় নিজের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। সেইসঙ্গে সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা। আজ অভিনেতার জন্মদিন ছিল। বাড়িতেই আইসোলেশনে থেকে জন্মদিন কেটেছে তাঁর।
করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত জানান তাঁর অসুস্থতার কথা। গতকাল নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন উভয়েই। সেইসঙ্গে জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী দুজনেরই মৃদু উপসর্গ রয়েছে। তাঁরা চিকিৎসকের নিয়ম মেনে চলছেন। গত কয়েকদিনে যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করে নেওয়ার আবেদন করেছেন দুজনেই।
দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। নিজের কলকাতার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টেটাসে অভিনেত্রী লেখেন, 'আমি সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমি ফের একবার করোনা আক্রান্ত হয়েছি। আমার খুব সামান্য উপসর্গ রয়েছে আর ইতিমধ্যেই আমি নিভৃতবাসে রয়েছি। যাঁরা যাঁরা গত ৩দিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে সবার থেকে নিজেকে আলাদা রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবার কাছে অনুরোধ, মাস্ক পরুন, সুরক্ষাবিধি বজায় রাখুন আর সতর্ক থাকুন।'
বছরের প্রথম দিনেই করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগীদের সেই খবর জানিয়েছিলেন তিনি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন পরিচালক। আলাদা রয়েছেন স্ত্রী মিথিলা। আজ করোনা আক্রান্ত হয়েছে মিথিলা কন্যা আয়রাও।
image 1
- - - - - - - - - Advertisement - - - - - - - - -