Top 10 Indian YouTubers: ধ্রুব রাঠি থেকে ভুবন বাম, ভারতের প্রথম ১০ ইউটিউবার কে কে?
অজয় নগর - ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার অজয় নগর, যিনি 'ক্যারিমানাটি' নামে খ্যাত। বয়স মাত্র ২৪। মাঝে বিতর্কেও জড়ান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিলরাজ সিং রাওয়াত - প্রযুক্তি নিয়ে যে সকল ইউটিউবাররা কথা বলেন তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় দিলরাজ। ১৯৯৬ সালে আজমেরে জন্ম। DIY ভিডিও তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার।
অমিত ভড়ানা - ২০১৭ সাল থেকে হিন্দিতে মজার ভিডিও তৈরি করে চলেছেন তিনি। ২০২০ সালে ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তাঁর ইউটিউবে।
আশিস চঞ্চলানি - ভারতের প্রথম ১০ ইউটিউবারের অন্যতম এই ব্যক্তি। নেটওয়ার্কে প্রায় ৩০ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। মজার ভিডিওর জন্য সবচেয়ে বেশি খ্যাত তিনি।
ভুবন বাম - ভারতীয় কমিক ইউটিউবারদের প্রথম সারির অন্যতম। ২০১৫ সালে 'বিবি কি ভাইনস' নামে নিজের চ্যানেল শুরু করেন তিনি। এছাড়া টিভিতেও তাঁকে দেখা গেছে একাধিকবার। গানও গান ভুবন।
সন্দীপ মাহেশ্বরী - ভারতের অন্যতম জনপ্রিয় অনুপ্রেরণামূলক স্পিকার। ভার্চুয়ালি তাঁর ক্লায়েন্টের সংখ্যা ২৮.৫ মিলিয়ন। উদ্যোগপতিদের জন্যও বিশেষ ভিডিও তৈরি করেন তিনি।
গৌরব চৌধুরী - সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দা ভারতীয় ইউটিউবার। ফোর্বস ইন্ডিয়া থার্টি আন্ডার থার্টিতেও নাম ওঠে তাঁর। সোশ্যাল মিডিয়ায় তিনি মূলত 'টেকনিক্যাল গুরুজী' নামে খ্যাত।
ধ্রুব রাঠি - ভারতের অন্যতম প্রথম সারির ইউটিউবার ধ্রুব রাঠি। সোশ্যাল মিডিয়ায় সৎ সামাজিক, রাজনৈতিক ও ইকোলজিক্যাল মন্তব্য রাখার জন্য তিনি খ্যাত।
অজ্জু ভাই - অজয়, ওরফে অজ্জু ভাই ভারতের অন্যতম জনপ্রিয় ভিডিও গেমিং ইউটিউবার। এই মুহূর্তে তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৯ মিলিয়নেরও বেশি।
অমিত শর্মা - ক্রেজি এক্সওয়াইজেড নেটওয়ার্কের মালিক তিনি। ২৯ মিলিয়নের বেশি ক্লায়েন্ট রয়েছে তাঁর। এক্সপেরিমেন্ট করতেও তিনি পিছপা হন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -