Horror Short Films: ভূতের সিনেমা পছন্দ? হাড়হিম করা এই ১০ শর্টফিল্ম দেখেছেন?
'দ্য ক্যাট উইথ হ্যান্ডস' - ৩ মিনিটের শর্ট ফিল্ম এটি একটি, যেখানে একটি বিড়ালের আরও ভয়ঙ্কর কোনও জীবে পরিণত হয়ে যাওয়ার অস্বস্তিকর ভয়ঙ্কর গল্প দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'দ্য মুনলাইট ম্যান' - এই শর্ট হরর ফিল্মে একজন মহিলা যিনি রাতে হাঁটছিলেন তাঁর পিছু নেয় এক রহস্যময় অবয়ব।
'শ্যাডোড' -২ মিনিট ৫৯ সেকেন্ড দীর্ঘ এই ছবি করোনাকালে শ্যুট করা হয়েছিল। ঘরের বাইরে যখন বেরনো বন্ধ তখন ভূতুড়ে ছায়া ঘরে ঘিরে ধরে।
'বেডফেলোজ' - এই ছবির দৈর্ঘ্য ২ মিনিট। এক মহিলাকে মধ্যরাতে ডেকে তোলা হলে সে দেখে যে তার পাশে তার স্বামী নয়, অন্য কেউ ঘুমোচ্ছে।
'২ এএম দ্য স্মাইলিং ম্যান' - মধ্যরাতে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় এক ভয়ঙ্কর হাসি মুখের অবয়বের।
'লাইটস আউট' - ডেভিড এফ স্যান্ডবার্গের তৈরি এই ছবি দেখার পর রাতে আলো নিভিয়ে শোওয়া বন্ধ করে দিতে পারেন।
'আলমা' - দৃশ্যত চমকে দেওয়ার মতো এবং গা শিউরে ওঠা অ্যানিমেটেড শর্ট ফিল্ম। এক বাচ্চা মেয়ের গল্প বলে এই ছবি যে একটি খেলনার দোকানে অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়।
'ভিসিয়াস' - গা শিরশিরিয়ে ওঠা, অস্বস্তিকর এক আলাপপর্বের গল্প বলে যেখানে এক অতিপ্রাকৃতিক কোনও প্রাণের সঙ্গে ঝড়ের রাতে আালাপ হয়।
'দ্য মেইডেন' - রহস্যময় ও অস্বস্তিকর একটি ছবি যা ভূতুড়ে একটি বাড়ির প্রেক্ষাপটে তৈরি। বাড়ির একটি পেন্টিং ঘিরেই রহস্য।
'দ্য বার্চ' - এক ইঙ্গিতপূর্ণ ও শিরশিরিয়ে ওঠা গল্প, অপার্থিব অভিভাবকের। এই ছবির আবহাওয়া বেশ অনন্য এবং অস্বস্তিকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -