ABP Exclusive: খেতে ভালবাসেন তবে মাছ-মাংস-মটন থেকে দূরে, ব্যক্তিগত জীবনে কেমন 'টুম্পা অটোওয়ালি' ডোনা?
ধারাবাহিকে শ্যুটিংয়ের ব্যস্ততা সামলে বাড়ি ফিরে ডোনার প্রথম কাজ হয় সোফায় শুয়ে পড়া! খানিক বিশ্রাম নিয়ে তাঁর দুই পোষ্য কুকি আর ম্যাঙ্গোর সঙ্গে খুনসুটি করা। তারপর খাবার আর ল্যাপটপ নিয়ে বসা, সিনেমা, সিরিজ দেখতে থাকা। তারপরে ঘুম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবসর সময়ে ডোনা অনলাইন শপিং করতে, খেতে ভালবাসেন। আর খেতে খেতে ল্যাপটপে সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন। আগে নাচ করতেন। কিন্তু এখন শ্যুটিং করে এত ক্লান্ত হয়ে যান যে আর নাচ হয়ে ওঠে না।
ডোনার কাছে 'ফ্যাশন' মানে যে কোনও কিছু আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করতে পারা। তাঁর কথায়, 'আগে সত্যিই আমার মনে হত আমাকে কেমন দেখাচ্ছে! ওভারঅল লুক বেশি জরুরি মনে হত। এখন আমার কাছে আরামদায়ক পোশাকটা বেশি জরুরি। শ্যুটিংয়ে তো নির্দিষ্ট কস্টিউমে থাকতে হয়। এরপর যখন নিজস্ব সময় কাটাই, কোথাও ঘুরতে যাই তখন কমফোর্টেবল পোশাকই পরার পক্ষপাতী আমি।'
ডোনার এখন প্রিয় পোশাক ড্রেস। আগে জিন্স টপ বেশি পছন্দ ছিল। এখন একটা ড্রেস সহজেই যেটা পরা যায়, সঙ্গে হালকা গয়না বা গয়না ছাড়া শুধু একটা ঘড়ি।
ডোনা খেতে খুব ভালবাসেন। তবে প্রিয় খাবার কী জিজ্ঞেস করায় অভিনেত্রীর উত্তর, 'এটা পুরোটাই আমার মুডের ওপর নির্ভর করে। তবে হ্যাঁ চিরকালীন ভালবাসার খাবার আছে কিছু, যেমন ফুচকা, মোমো আর ধনেপাতা দিয়ে একটু সবজি দিয়ে ম্যাগি, সসেজ... (হাসতে হাসতে) বলেই যাচ্ছি আমি। কিন্তু আমি বাঙালি হয়েও মাছ মাংস খেতে একদমই ভালবাসি না। মটন আমি ছুঁই না।'
সিনেমা হল না ওটিটি? 'নিশ্চিতভাবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে বেশি পছন্দ। কিন্তু আবারও একই কারণ বলব, আমাদের শ্যুটিং। সময় বের করা হয়ে ওঠে না সবসময়। আবার প্রতিবার নাইট শোও দেখা হয় না। কিন্তু শ্যুটিংটা তো আমার কাজ। অ্যাডজাস্ট তো করতেই হবে।'
অভিনেত্রীর অলটাইম ফেভারিট অভিনেতা শাহরুখ খান। তাঁর কথায়, 'আমার প্রাণ, আমার 'জান'।' তিনি আরও বলেন, 'অভিনেত্রী হিসেবে আমার দীপিকা পাড়ুকোনকে পছন্দ। বাংলা ইন্ডাস্ট্রিতে আমার ছোটবেলার ক্রাশ দেব। এখনও সেই ভালবাসাটা আছে। তার সঙ্গে বড় হওয়ার পর যুক্ত হয়েছে আবির দা (আবির চট্টোপাধ্যায়), জিৎ দা। আর অভিনেত্রীদের মধ্যে চিরকালই আমার শুভশ্রীকে (শুভশ্রী গঙ্গোপাধ্যায়) ভাল লাগে।'
সিনেমা অভিনেত্রী শেষ দেখেছেন শাহরুখ খানের 'জওয়ান'। ওটাই তাঁর রিসেন্ট ফেভারিট। সিরিজের মধ্যে 'স্ট্রেঞ্জার থিংস', 'লুসিফার' ভাল লেগেছে। এমনিতে ভূতের সিরিজ বেশি দেখেন ডোনা।
বই পড়তে ভাল লাগে? ডোনার কথায়, 'আগে যখন সময় থাকত হাতে তখন বই পড়তে ভাল লাগত। আর এখন তো সবসময়েই পড়তে হয়, স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়। বাড়ি গিয়ে বই পড়া হয় না। এমনিতে সুদীপ নাগারকরের উপন্যাস পড়তাম। 'ফিউ থিংস লেফট আনসেড' আমার পছন্দের। প্রেমের গল্প পড়তে ভাল লাগে আমার।'
অভিনেত্রী না হলে কী হতেন? 'আমি এর আগে চাকরি করতাম। হসপিটাল ম্যানেজমেন্টে আমার স্নাতকোত্তর করেছি। এইচ আর, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপার, ফ্লোর ম্যানেজার হিসেবে এর আগে কাজ করে এসেছি। অর্থাৎ অভিনয় না করলে একেবারে অন্য জগতের, অন্য পেশার মানুষ হতাম।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -