'Tumi Je Amar Maa': 'তুমি যে আমার মা' ধারাবাহিকে নতুন অধ্যায়ের সূচনা, কোন দিকে মোড় নিল গল্প?
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা'-র গল্পে নয়া মোড়। বলা চলে একেবারে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধারাবাহিকের খুদে চরিত্র আরু বড় হয়েছে। এখন সে পরিণত। তাঁর চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা সাহাকে।
ধারাবাহিকের কাস্টে অন্যান্য নতুন সংযোজন হিসেবে অংশুর চরিত্রে সাফল্য দেবনাথ, আরাধ্যার চরিত্রে কৃতীকা, বাবানের চরিত্রে রোমিত এবং ডাক্তার মল্লার বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে।
১ জুলাই, ডক্টরস ডে-তে মল্লারকে সরকার থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সেই উপলক্ষ্যে আরাধ্যা, আরোহী, গার্গী ও মল্লার সিদ্ধান্ত নেয় ধাবায় যাবে তাঁরা গাড়ি চড়ে।
আরাধ্যা ও মল্লারের মধ্যে বাবা-মেয়ের নিবিড় সম্পর্ক। অত্যন্ত দৃঢ় তাঁদের বন্ধন।
কাকতালীয়ভাবে, ওই একই ধাবায় উপস্থিত ছিল অনিও। সেই দুর্ঘটনার হাত থেকে প্রাণ বাঁচায় আরাধ্যার।
এর ফলে আরোহীর ফোন গিয়ে পৌঁছয় অনির হাতে। সে কি বুঝতে পারবে যে আরোহীই আরাধ্যার মা?
অন্যদিকে আরু সাইকোলজি নিয়ে অনার্স পড়া শুরু করে। সেই পড়ার মাধ্যমেই সে এক কেস হাতে পায়, যেখানে এক মহিলা গত ১০ বছর ধরে তাঁর হারানো স্মৃতি ফেরত পায়নি।
একদিন আরু ও আরোহীর দেখা হয়, কিন্তু আরোহীকে সে চিনতে পারে না মাস্কের জন্য। তারপর?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -