Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Lifestyle:চুলে সেরাম ব্যবহার করেন তো?
শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগিয়েই চুলের নিত্য় পরিচর্যা শেষ করেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের স্বাস্থ্য ধরে রাখতে হেয়ার সেরামের ব্যবহার অত্যন্ত জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচুলে রুক্ষ? উসকোখুসকো হয়ে পড়ে? সেক্ষেত্রে কন্ডিশনার ভুললে চলবে না।
চুলের ঔজ্জ্বল্য বাড়াতেও দারুণ কাজে দিতে পারে হেয়ার সেরাম। তবে অবশ্য়ই তা বেছে নিতে হবে।
তা ছাড়াও আরও কিছু উপযোগিতা রয়েছে এই হেয়ার প্রোডাক্টের।
যেমন ধরুন, যাঁদের চুলে খুব বেশি জট পড়ে, তাঁদের ক্ষেত্রে জট ছাড়ানোয় কাজে লাগে সেরাম।
এটি চুলকে যে কোনও ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতেও সাহায্য করে।
সার্বিক ভাবে বললে, হেয়ার সেরাম চুলের স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।
তবে কোন চুলের জন্য কোন ধরনের সেরাম উপযুক্ত, সেটি কোনও হেয়ার এক্সপার্টই ভাল বলতে পারেন। তাই তাঁদের কথা মতো এগোলেই ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -