In Pics: ছোটপর্দায় আসছে পাখি-মোহিতের গল্প, বুননে লীনা গঙ্গোপাধ্যায়, 'বাদল শেষের পাখি'র প্রথম লুক প্রকাশ
নতুন একটি ধারাবাহিক নিয়ে আসছে 'সান বাংলা'। প্রকাশ্যে মুখ্য চরিত্রদের প্রথম লুক। ধারাবাহিকের দায়িত্বে লীনা গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনপ্রিয় বিনোদন চ্যানেল সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক, 'বাদল শেষের পাখি'। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ও প্রযোজনায় তৈরি হবে এই ধারাবাহিক।
মুখ্য চরিত্রে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায় ও নবাগতা শ্রেষ্ঠা প্রামাণিককে। সুস্মিতের চরিত্রের নাম মোহিত ও শ্রেষ্ঠার চরিত্রের নাম পাখি। কীরকম ধারাবাহিকের গল্প? জেনে নেওয়া যাক এক ঝলকে।
হরিতকি গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। সে বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে তাতে জিতে দীন মা-বাবার দুঃখ ঘোচাতে চায়।
অন্যদিকে এক প্রখ্যাত বাইসাইকেল সংস্থার মালিকের ছোট ছেলে মোহিত। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতেই প্রধান অতিথি হয়ে হরিতকি গ্রামে পৌঁছয় মোহিত।
পাখির অযাচিত সাহায্য মোহিতকে মুগ্ধ করে। মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। কিন্তু এরপর পরিস্থিতি এমন মোড় নেয় যে দুর্ভাগ্যবশত পাখি বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা।
এমন পরিস্থিতিতে পাখিকে একেবারেই একা ছাড়তে চায়নি মোহিত, যে কোনও মূল্যে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
কিন্তু সমস্ত কঠিন পরিস্থিতি ও সমাজের বেড়াজাল, কটাক্ষের বিরুদ্ধে এটা যে পাখির নিজের লড়াই, তাকে একাকেই লড়তে হবে।
পাখিকে সমাজ 'একক মা' অর্থাৎ সিঙ্গল মাদার হিসেবে মেনে নেবে? শহরে এসে সে কি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে? মোহিতের সাহায্য নিতে চাইবে সে?
ধীরে ধীরে কি তাঁদের মধ্যে এক বিশেষ বন্ধন বা সম্পর্ক তৈরি হবে? সমস্ত প্রশ্নের উত্তর দিতে ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে 'বাদল শেষের পাখি', ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -