AUS vs NZ: হাড্ডাহাড্ডি ম্যাচে রেকর্ডের ঝুলি, নিউজ়িল্যান্ডকে পাঁচ রানে হারাল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তবে ব্যাট হাতে দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড বিধ্বংসী মেজাজে শুরু করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই অজ়ি ওপেনার ১৯.১ ওভারে ১৭৫ রানের পার্টনারশিপ গড়েন। ওয়ান ডের ইতিহাসে দেড়শোর অধিক রানের পার্টনারশিপে এত দ্রুত গতিতে রান করার কৃতিত্ব আর কারুর নেই।
ওয়ার্নার ৮১ রান করে সাজঘরে ফেরেন। এই ইনিংসের সুবাদেই তিনি আবার বিরাট কোহলিকে পিছনে ফেলে ৫০ ওভারে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। ওয়ার্নার বিশ্বকাপে ২৪ ইনিংসে মোট ১৪০৫ রান করেছেন।
ওয়ার্নার শতরান হাতছাড়া করলেও হেড অবশ্য তেমনটা করেননি। মাত্র ৫৯ বলে শতরান হাঁকান তিনি। এই দুই তারকার সুবাদেই অস্ট্রেলিয়া ৩৮৮ রান তোলে।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে নাগাড়ে তিন ম্যাচে ৩৫০-র অধিক রান করার কৃতিত্ব গড়ল অস্ট্রেলিয়া।
বড় রান তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ড ওপেনাররাও শুরুটা মন্দ করেনি। তবে ডেভন কনওয়েকে আউট করে প্রথম সাফল্য এনে দেন হ্যাজেলউড। দুই কিউয়ি ওপেনারকেই আউট করেন হ্যাজেলউড।
তবে তরুণ কিউয়ি ওপেনার ৭৭ বলে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান হাঁকান রচিন রবীন্দ্র। অবশ্য শতরানের পর বেশিদূর এগোতে পারেননি তিনি। ১১৬ রানে তাঁকে আউট করেন প্যাট কামিন্স।
রবীন্দ্র আউট হওয়ার পর কিউয়িদের হয়ে লড়াইয়ের ব্যাটনটা হাতে তুলে নেন জিমি নিশাম। একা হাতেই কিউয়িদের জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। অর্ধশতরানও হাঁকান তিনি।
তবে নিউজ়িল্যান্ডকে জেতাতে পারেননি তিনি। ইনিংসের শেষ ওভারে ৫৮ রানে রান আউট হন তিনি। পাঁচ রানে ম্যাচ হারতে হয় নিউজ়িল্যান্ডকে।
এই ম্যাচে দুই দল মোট ৭৭১ রান করেছে, যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -