'Pherari Mon': ৬০০ পর্ব পেরিয়ে গল্পের নতুন মোড়ে দাঁড়িয়ে 'ফেরারি মন' ধারাবাহিকের তুলসি ও অগ্নি
দেখতে দেখতে ৬০০ পর্বের পথচলা পার। নতুন মাইলফলকে পা রেখে কালার্স বাংলার 'ফেরারি মন' ধারাবাহিকের সেটেই হুল্লোড়ের আমেজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ সালের ৭ নভেম্বর শুরু হয় এই পথচলা। ধারাবাহিকের গল্পে এরপর বয়ে গেছে অনেক ঝড়ঝাপ্টা। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা থেকেছে অক্ষুণ্ণ।
অগ্নি ও তুলসির গল্পে মন মজেছে দর্শকের। এই বিশেষ মাইলফলকের উদযাপনে ধারাবাহিকের সকল কলাকুশলীরা শ্যুটিং সেটেই কেক কেটে হুল্লোড়ে মাতেন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, তুলসি ও অগ্নিকে তাদের বিয়ের প্রতিশ্রুতি পুনরায় নেওয়ার বুদ্ধি দেয় পরমা। সে উপদেশ দেয়, যে অগ্নি ও তুলসির আগামী বিবাহবার্ষিকীর দিন যেন তারা ফের 'সিঁদুর দান' সম্পন্ন করে।
কিন্তু এর নেপথ্যে থাকা পরমার পরিকল্পনা ভেস্তে যায় যখন মালিনী সিদ্ধান্ত নেয়, ওই একইদিনে নিজের সমস্ত সম্পত্তি সে অগ্নিকে দিয়ে দেবে ওই একই দিনে।
পরমা এবার ষড়যন্ত্র আঁটতে থাকে যে ভোলা সমস্ত সম্পত্তির দাবি করতে পারার আগেই, কীভাবে তার আসল রূপ সকলের সামনে সে খুলে দেওয়া যায় এবং তাকে যে কাল্পনিক আশ্রম থেকে উদ্ধার করা হয়েছিল সেখানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ছদ্মবেশে তুলসি, পরমাকে সত্যি উদঘাটন থেকে আটকে দেয়।
এমন অবস্থায় হাজির সেই বিশেষ দিন, যেখানে তুলসিকে জোর করে পরিবারের প্রত্যাশা পূরণের নাম করে সমস্ত বিয়ের নিয়ম পালন করতে হয় ভোলার সঙ্গে।
ঠিক 'সিঁদুর দান' সম্পন্ন হওয়ার পরই আসল অগ্নিকে নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে পরমা। হতবাক সকলেই। অবাক আসল অগ্নিও।
কীভাবে অগ্নিকে খুঁজে পেল তুলসি? এবার ভোলা ও তুলসির কী হবে? এরপর কী হয় জানতে নজর রাখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে।
এই ধারাবাহিক প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলায় এবং জিও সিনেমায় যে কোনও সময়ে দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -