India vs S Africa: বিশ্বরেকর্ড হরমনপ্রীতের, ঝুলনকে স্পর্শ করলেন স্নেহ, দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ ভারতের
টানা তিনটি টেস্ট ম্যাচ জিতল ভারত। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। এবার হারাল দক্ষিণ আফ্রিকাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের ক্রিকেটে এর আগে দুটি মাত্র দেশেরই টানা তিন টেস্ট জেতার নজির রয়েছে। যার মধ্যে ভারতও এর আগে ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে টানা ৩ টেস্ট জিতেছে। অস্ট্রেলিয়া তিনবার টানা তিনটি করে টেস্ট ম্যাচ জিতেছে।
হরমনপ্রীত কৌর অধিনায়ক হওয়ার পর থেকে টানা তিন টেস্ট ম্যাচ জিতলেন। যা একটি বিশ্বরেকর্ড।
এর আগে কোনও মহিলা ক্রিকেটার অধিনায়ক হিসাবে প্রথম তিন টেস্টে টানা জয় পাননি।
টেস্ট অধিনায়ক হিসাবে মিতালি রাজকে স্পর্শ করলেন হরমনপ্রীত। দুজনই অধিনায়ক হিসাবে তিনটি করে টেস্ট ম্যাচ জিতেছেন।
মহিলাদের ক্রিকেটে প্রথম দল হিসাবে কোনও টেস্টের দুই ইনিংসেই ২৫০ বা তার বেশি রান করে ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৭৭ রানে ৮ উইকেট নিয়েছেন স্নেহ রানা। মহিলাদের টেস্টে এক ইনিংসে ৮ উইকেট নেওয়া তৃতীয় বোলার হলেন স্নেহ।
এর আগে ভারতের নীতু ডেভিড ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন। গত বছর অ্যাশলে গার্ডনার অ্যাশেজ সিরিজে ৬৬ রানে ৮ উইকেট নেন।
দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন স্নেহ রানা। ২০০৬ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন ঝুলন গোস্বামী।
শেফালি বর্মা টেস্টে মোট ২২৯ রান করলেন। এক টেস্টে এটাই কোনও ভারতীয়র করা সর্বোচ্চ রানের নজির। সন্ধ্যা আগরওয়ালের এক টেস্টে ২১৭ রানের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -