Varun Grover Birthday: আইআইটি ফেরত, কলম ধরলেই ঝরে পড়ে মণিমুক্তো, শব্দের জাদুকর বরুণ
পাশাপাশি শব্দ বসানো নয় শুধু, যত্ন করে গেঁথে রাখা মালা। তাঁর লেখা ব্যাখ্যা করতে কোনও উপমাই যথেষ্ট নয়। জেন-জি থেকে মিলেনিয়াল, একাত্ম বোধ করেন সকলেই। কিন্তু নিজেকে কোনও গণ্ডিতেই বেঁধে রাখেননি বরুণ গ্রোভার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকধারে তিনি কবি, লেখক, আবার কৌতুক-শিল্পী, অভিনেতাও। জীবনের তাগিদে জীবিকা রয়েছে, একচুল এদিক ওদিক হয়নি শিল্পী সত্ত্বাও। আবার সরকারি চোখরাঙানির সামনে দাঁড়িয়ে নাগরিক সমাজকে তার অধিকারও বুঝিয়ে দিয়েছেন নির্ভীক চিত্তে।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় ভারতে। ঘটনাচক্রে সেই দিনই জন্মদিন বরুণের। জন্মদিনে তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন।
নয়া প্রজন্মের সঙ্গে তাঁর পরিচয় গড়ে ওঠে স্ট্যান্ডআপের দৌলতেই। কৌতুক শিল্পী হিসেবে আলাদা জায়গা তৈরি করেছেন যেমন, তেমনই হিন্দি চলচ্চিত্র জগৎ তাঁর মধ্যে পেয়েছে জাদুকর গীতিকারকে।
হিমাচলপ্রদেশের সুন্দরনগরে জন্ম। লখনউতে কেটেছে কৈশোর। আইআইটি বারাণসী থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে সফ্টওয়্যার সংস্থায় চাকরি নেন। কয়েক বছর চাকরি করে নিজের ভাললাগার লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
সেই মতো মায়ানগরীতে পা রাখা বরুণের। ‘দম লগা কে হেইসা’ ছবির ‘ইয়ে মোহ মোহ কে ধাগে’ গানটি লেখার জন্য জাতীয় পুরস্কার পান বরুণ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসান’ ছবির গল্পও বরুণের লেখা। এ ছাড়াও, ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির গল্পও তাঁরই লেখা। ‘মাসান’ ছবির ‘তু কিসি রেল সি গুজরতি হ্যায়’ গানও বরুণের লেখা।
টেলিভিশনেও চুটিয়ে কাজ করেছেন বরুণ। ‘দশ কা দম’, ‘ওয়ে! ইটস ফ্রাইডে’, ‘রণবীর বিনয় অউর কউন’, ‘সবকা ভেজা ফ্রাই’, ‘জয় হিন্দ’-এর মতো শো-ও বেরিয়েছে বরুণের কলম থেকে।
শুধুমাত্র নিজেকে নিয়ে থাকা তারকাদের মধ্যে পড়েন না বরুণ। মায়ানগরীতে লিঙ্গ বৈষম্য, যৌন নিপীড়নের মতো বিষষে যেমন কাজ করেন, তেমনই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত জানাতে ইতস্তত বোধ করেন না।
নাগরিকত্ব আইন নিয়ে বিশেষ একটি সম্প্রদায়কে নিশানা করার অভিযোগে যখন উত্তাল দেশ, সেই সময় ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’ কবিতা লিখেছিলেন বরুণ। তাঁর সেই কবিতা আজও মিটিং-মিছিল, আন্দোলনে মুখে মুখে ফেরে মানুষের।
রাজনৈতিক অবস্থান, ব্যঙ্গাত্মক মন্তব্য়ের জন্য বহু বার প্রাণনাশের হুমকিও পেয়েছেন বরুণ। কিন্তু তার জন্য নিজের ভাবনা-চিন্তা এবং মতামত জানাতে পিছু হটেননি কখনও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -