Republic Day 2023:আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস, দিনভর উদযাপন দেশের নানা প্রান্তে
আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস। নয়াদিল্লির কর্তব্যপথে কুচকাওয়াকাজ হল রীতি মেনে। সঙ্গে দেশের নানা প্রান্তেই চলল উদযাপন। যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের হাত থেকে উপহার নিলেন রাজ্যপাল আর এন রবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। উদযাপনের মধ্যেই সৌজন্যের মুহূর্ত।
প্রজাতন্ত্র দিবসে পটনায় গাঁধী ময়দানে নিরাপত্তা বাহিনীর মার্চ পাস্ট।
এক ছবি দেখা গেল আগরতলাতেও। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যোগ দিলেন মার্চ পাস্টে।
জিপে করে মুম্বইয়ের শিবাজি পার্কে কুচকাওয়াজ দেখছেন মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারি।
জাতীয় পতাকাকে সেলাম মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের।
দুমকায় জাতীয় পতাকা উত্তোলনে হাজির ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন।
স্বাধীনতা সংগ্রামী, শহিদ ও প্রয়াত সেনানায়কদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -