'Sam Bahadur': 'স্যাম বাহাদুর' ছবির প্রচারে ভিকি-ফাতিমা, সঙ্গী পরিচালক মেঘনাও
মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল অভিনীত 'স্যাম বাহাদুর'। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে আসবে ১ ডিসেম্বর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাভাবিকভাবেই এখন জোর কদমে চলছে ছবির প্রচারপর্ব। সেই আবহেই দেখা গেল ভিকি কৌশলকে 'খুকুরি' নাচে (Khukuri Dance) মাততে, সঙ্গী গোর্খা সেনাবাহিনী।
মঙ্গলবার এই ছবির প্রচারে একসঙ্গে দেখা গেল পরিচালক মেঘনা গুলজার, ভিকি কৌশল ও ফাতিমা সানা শেখকে।
গোলাপী ফ্যান্সি শাড়িতে দেখা গেল ফাতিমাকে। চিত্রগ্রাহকদের সঙ্গে গ্রুপ ছবি তুলতেও দেখা গেল।
চিত্রগ্রাহকদের জন্য পোজ দিলেন মেঘনা ও ভিকিও। এই সিনেমার অপেক্ষায় সকলে।
সম্প্রতি ছবির নির্মাতারা 'স্যাম বাহাদুর'-এর ট্রেলার প্রকাশ করেন। ভিকিকে সেখানে স্যাম মানেকশ রূপে দেখা যায়, হুবহু যেন একই ধরনের সেই গোঁফ, হাঁটাচলার ধরন থেকে কথা বলার ধরন। দর্শকের মতে, স্যাম মানেকশকে খুব নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ভিকি।
গোটা ট্রেলারে নিজের দেশের প্রতি সেনাকর্মী হিসেবে তাঁর কর্তব্য, এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাঁর নিষ্ঠা ফুটিয়ে তোলা হয়েছে।
অন্যদিকে, ফাতিমা সানা শেখকে দেখা গেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে, তাঁর মতো কথা বলার ধরন রপ্ত করতে দেখা গেছে অভিনেত্রীকে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের আশা বিপুল।
তাঁর কর্মজীবন ৪ দশক ব্যাপী এবং তার মধ্যে ছিল ৫টি যুদ্ধ। তিনিই প্রথম ভারতীয় সেনা যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। মনে করা হচ্ছে এই ছবি বক্স অফিসে ভাল সাফল্য লাভ করবে।
বক্স অফিসে ভিকি কৌশলের 'স্যাম মানেকশ' মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির সঙ্গে। ভবানি আইয়ার, শান্তনু শ্রীবাস্তব ও মেঘনা গুলজারের লেখা চিত্রনাট্যের পরিচালক মেঘনা নিজেই। প্রযোজনায় রনি স্ক্রুওয়ালার 'আর এস ভি পি মুভিজ'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -