Vicky-Sara: ঢাকের তালে জমাটি নাচ ভিকি-সারার, নতুন ছবির ট্রেলার লঞ্চে যেন উৎসবের ছোঁয়া
ঢোলে কাঠি সারা আলি খান (Sara Ali Khan) ও ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর। নাচের তালে, ঢাকের আড্ডায় জমিয়ে দিলেন নতুন ছবির ট্রেলার মুক্তির আসর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলুদ শাড়িতে সেজে আজ ছবির নায়িকা এসেছিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। অন্যদিকে ভিকি সেজেছিলেন ডেনিম রিপট শার্ট ও সানগ্লাসে।
কথা প্রসঙ্গে সারা বলেন, 'আমি এক্কেবারে ভারতীয় মেয়ে হিসেবেই বড় হয়েছি। দেশের প্রতি আমার ভীষণ টান। আমার কোনও ফিল্মি বন্ধু ছিল না। মায়ের সঙ্গে জুহুতে থাকতাম আমি।'
সারা আরও বলেন, ' এই ছবিটা যেন আমায় আমার সেই ছোটবেলার কথা, পরিবারের কথা মনে করায়। এই ছবিটি পরিবারকে নিয়ে দেখার মতো। ছবিটা এমন, যেখানে মজা থেকে শুরু করে মনখারাপ, সব আবেগেরই একটা মিশেল পাওয়া যাবে।'
'জ়রা হটকে, জ়রা বাঁচকে' ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে।
তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না।
এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল।
ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।
এদিন ঢাকের তালে পা মেলান ভিকি ও সারা। কখনও ঢাকের তালে পা মেলালেন ভিকি ও সারা, কখনও আবার নিজের গলাতেই ঢাক ঝুলিয়ে ফেললেন ভিকি, ঢাক বাজালেন সারাও।
সোমবারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গোটা টিমের সঙ্গে কেক কেটে অগ্রিম জন্মদিন পালন করলেন ভিকি কৌশল। আগামীকাল ৩৫ বছর পূর্ণ করবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -