MS Dhoni: ধোনির শেষ আইপিএল? বড় খবর দিলেন সিএসকে কর্তা
তাঁকে নিয়ে পূর্বাভাস করা চলে না। টেস্ট থেকে যেদিন অবসর ঘোষণা করেছিলেন, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানতেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবু, অনেকের মতে এবারের আইপিএলেই হয়তো শেষবারের জন্য দেখা যাচ্ছে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে।
ধোনি নিজে এ নিয়ে কিছু বলেননি। বরং স্বভাবসিদ্ধ ঢঙে মস্করা করেছেন।
ইডেনে গোটা গ্যালারি তাঁকে সম্মান জানাতে হলুদ হয়ে গিয়েছিল। যা দেখে ধোনির সরস মন্তব্য, 'ওঁরা আমাকে বিদায়ই দিয়ে দিচ্ছেন।'
চেন্নাইয়ের ছবিটাও আলাদা নয়। তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন?
চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ডে। এই মরসুমের মতো ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। আর তাই ধোনিকে নিয়ে আবেগে ভাসল গোটা শহর। কেন?
সরাসরি কোথায় না বললেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার।
ধোনিকে কি পরের আইপিএলে দেখা যাবে? এ নিয়ে এবার বড় খবর দিলেন চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন।
কাশী বলেছেন, 'আমাদের বিশ্বাস ধোনি পরের মরসুমেও খেলবেন। আমরা আশা করছি সমর্থকেরা এভাবেই পাশে থেকে যাবেন।'
সুরেশ রায়না দিন কয়েক আগেই জানিয়েছিলেন যে, ধোনি তাঁকে ব্যক্তিগতভাবে আর একটা আইপিএলে জেতার পর আর এক মরসুম খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -