Vikram Chatterjee: বিক্রমের জ্যাকেটের মধ্যে ছোট্ট কুকুরছানা, কলকাতার বুকে অভিনব এক বাইক ব়্যালি
এই ছবি গল্প বলে পথকুকুরদের। তাদের অধিকারের.. থুড়ি বেঁচে থাকার অধিকারের। তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'পারিয়া' (Pariah)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্য সুরে বাঁধা এই গল্পের কাণ্ডারী অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, অঙ্গনা রায় (Angana Roy), সৌম্য মুখোপাধ্যায় (Somya Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), লোকনাথ দে (Loknath Dey), দেবাশীষ রায় (Debashish Roy) ও অন্যান্যরা। আর আজ, এই ছবির প্রচারের জন্য এক অভিনব পন্থা নিয়েছিলেন ছবির কলাকুশলীরা।
সেটি কী? আজ সকালে শহরের রাস্তায় একটি বাইক ব়্যালি করেন বিক্রম, অঙ্গনা, শ্রীলেখা ও ছবির অন্যান্য কলাকুশলীরা।
প্রত্যেকের সঙ্গেই ছিল একটি করে ছোট্ট পথকুকুর। তাদের কখনও হাতে ধরে, কখনও জ্যাকেটের মধ্যে নিয়েই বাইক সফরে সামিল হয়েছিলেন তাঁরা।
তবে কেবল বাইক ব়্যালি নয়, পথকুকুরদের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান শিল্পীরা।
শ্রীলেখা মিত্র এমনিতেই পশুপ্রেমী। নিয়মিতভাবে পথের কুকুর-বেড়ালের সেবাযত্ন করেন তিনি। বিক্রমের মা ও বোনও দীর্ঘদিন ধরে কাজ করছেন পথকুকুরদের নিয়ে। পোষ্য ভালবাসেন অঙ্গনাও।
এদিন পথের কুকুরদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল 'পারিয়া'-র কলাকুশলীদের। তবে কোনও বিদেশি কুকুর নয়, এদিন সবাই সঙ্গে করে নিয়েছিলেন পথকুকুরদেরই। যাদের জীবন কাটে অবহেলায়।
এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, 'পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, 'নির্বাসিত'। ভারতীয় পথ কুকুরদের বলা হয় 'পারিয়া'। এই ছবির মোশন পোস্টারে দেখা গিয়েছিল, বিক্রমের সারা শরীর রক্তমাখা। হাতে একটা ছোট্ট কুকুরছানা। অপর হাতে লোহার রড নিয়ে চিৎকার করছে সে। মোশন পোস্টারটাই ছিল ভয়ঙ্কর।
তথাগত আরও বলছেন, 'এই ছবিতে বিক্রম এমন একটা চরিত্রে অভিনয় করবে যে পথকুকুরদের হয়ে কথা বলবে। যাদের কথা কেউ বলে না কখনও, তাঁদের হয়ে কথা বলবে বিক্রমের চরিত্র। যাদের জন্য কেউ লড়াই করে না তাদের হয়ে লড়াই করবে বিক্রম। এই প্রথম ওকে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -