'Chegu' Movie Update: প্রথমবার বাংলা ছবিতে বিনয় পাঠক, কলকাতায় হল 'চেগু'র প্রচার
প্রথমবার বাংলা ছবিতে বলিউডের বিখ্যাত অভিনেতা বিনয় পাঠক (Vinay Pathak)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির নাম 'চেগু' (Chegu)। ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার ও লেখক পাভেল (Pavel)। পরিচালনার দায়িত্বে নবমীতা ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি শহরের বুকে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে তিন দিনের সফরে কলকাতায় এলেন বিনয় পাঠক। জাতীয় ওটিটি প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে ছবিটি। এবিপি লাইভের সঙ্গে কথা বললেন পাভেল।
'ছবির চিত্রনাট্য শুনে ভালবেসে ফেলেন বিনয় পাঠক। এটা তাঁর প্রথম বাংলা ছবি। তার জন্য নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তিন দিনের জন্য ছুটে চলে এসেছেন কলকাতায়।' ছবির সম্পর্কে এবিপি লাইভকে বলতে গিয়ে উচ্ছ্বসিত শোনাল ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার পাভেলকে।
এবিপি লাইভকে পাভেল জানান ছবির গল্প সম্পর্কেও। 'এই ছবি একটি বাচ্চা ছেলের গল্প বলে। ইসলাম ধর্মাবলম্বী পরিবারের সন্তান সে। যার মা-কে কেবল একটা এসএমএসের মাধ্যমে তিন তালাক দিয়ে দিয়েছে তার বাবা। এই ছেলেটি জীবনের ওঠাপড়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে চে গেভারাকে চিনতে শুরু করে।'
'এই ছেলেটির জীবনের একমাত্র ভিলেন আজমল। এই ছেলেটি নিজের জীবনের কী কী জিনিস পাল্টাতে পারবে চে গেভারার সাহায্যে এবং আজমলের সঙ্গে তার দিদির বিয়ে আটকাতে পারবে কি না সেই নিয়েই ছবির গল্প।'
এই ছবিতে আজমলের চরিত্রে অভিনয় করেছেন বিনয় পাঠক। চে গেভারার নামের আদ্যক্ষর থেকেই ছেলেটির নাম হয়ে ওঠে 'চেগু'।
ছবিটি ইতিমধ্যেই এম এক্স প্লেয়ারে লঞ্চ করেছে। কিন্তু পাভেলের কথায়, 'ন্যাশনাল প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ারে সিনেমাটি লঞ্চ করে গেছে। তবে আঞ্চলিক ভাষার ছবির আলাদা করে প্রচারের প্রয়োজন ছিল মনে করেছি।'
'তাই তিনদিন ধরে প্রচার চালাচ্ছি। বিনয় পাঠকও এসেছেন কলকাতায়।'
ছবিতে বিনয় পাঠক ছাড়াও দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, ইশান বর্মন, এনা সাহা, অরুণিমা, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন, মিশকা হালিম।
ছবিতে মূল ছেলেটির চরিত্রে দেখা যাবে ইশানকে। তার দিদির চরিত্রে অরুণিমা। গোটা কলকাতা জুড়ে হয়েছে শ্যুটিং। মেটিয়াবুরুজ, খিদিরপুর, ধর্মতলাতে হয়েছে শ্যুটিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -