Lip Care Tips: ঠোঁটের যত্ন নিতে, কালচে দাগছোপ দূর করতে ঘরোয়া উপায়ে কী কী করবেন? জেনে নিন

প্রতীকী ছবি

1/10
ত্বকের পরিচর্যায় পাশাপাশি আলাদা করে ঠোঁটের যত্ন নেওয়াও প্রয়োজন। ঠোঁট যাতে না ফাটে, কালচে দাগছোপ যাতে দেখা না যায় সেইজন্য ঘরোয়া পদ্ধতিতেই যত্ন নেওয়া সম্ভব।
2/10
সুন্দর মোলায়েম ঠোঁট পেতে হলে কী কী করবেন একনজরে দেখে নিন। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই হবে পরিচর্যা। শুধু শিখে নিতে হবে কিছু ট্রিকস।
3/10
ঠোঁটের কালচে দাগছোপ দূর করতে ব্যবহার করতে পারেন সুগার স্ক্রাব। চিনি গুঁড়ো করে তার সঙ্গে সামান্য মধু আর কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিতে পারেন এই বিশেষ স্ক্রাব।
4/10
ঠোঁট ফাটা রুখতে অর্থাৎ রুক্ষ-শুষ্ক ভাব দূরে সরিয়ে ঠোঁটের আর্দ্র ভাব ফিরিয়ে আনার জন্য সবার প্রথমে প্রয়োজন পরিমিত জল খাওয়া। এর পাশাপাশি ক্রিম, ময়শ্চারাইজার লাগাতে হবে।
5/10
অনেকের দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর বা ঠোঁটের চামড়া তোলার বদভ্যাস থাকে। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ না করলে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা কমার বদলে বেড়েই যাবে।
6/10
সুগার স্ক্রাব দিয়ে ঠোঁটে স্ক্রাবিং করার পাশাপাশি যাঁদের ঠোঁট খুব শুষ্ক তাঁরা সবসময় হাল্কা একটা লিপবাম লাগিয়ে রাখতে পারেন।
7/10
লিপস্টিক পরলে তা সঠিক ভাবে ঠোঁট থেকে তুলে ফেলা ভীষণ জরুরি। নাহলে ঠোঁট কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
8/10
মধু আর লেবুর রস মিশিয়েও ঠোঁটের উপর পুরু আস্তরণ লাগিয়ে রাখতে পারেন স্নানের আগে। মিনিট ১০ রেখে ধুয়ে ফেলুন। সাতদিন এই অভ্যাস করলে কালচে ভাব অনেকটাই কমবে।
9/10
চিনির সঙ্গে শসার রস মিশিয়ে যে মিশ্রণ তৈরি হবে, সেটাও মাখতে পারেন ঠোঁটে। এর সাহায্যেও কালচে ভাব দূর হতে পারে।
10/10
লিপস্টিক তোলার সময় কখনই অতিরিক্ত জোরে ঘষে ঘষে লিপস্টিক তুলতে যাবেন না। এর ফলে ঠোঁটের চামড়ার ক্ষতি হতে পারে।
Sponsored Links by Taboola