Lip Care Tips: ঠোঁটের যত্ন নিতে, কালচে দাগছোপ দূর করতে ঘরোয়া উপায়ে কী কী করবেন? জেনে নিন
ত্বকের পরিচর্যায় পাশাপাশি আলাদা করে ঠোঁটের যত্ন নেওয়াও প্রয়োজন। ঠোঁট যাতে না ফাটে, কালচে দাগছোপ যাতে দেখা না যায় সেইজন্য ঘরোয়া পদ্ধতিতেই যত্ন নেওয়া সম্ভব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুন্দর মোলায়েম ঠোঁট পেতে হলে কী কী করবেন একনজরে দেখে নিন। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই হবে পরিচর্যা। শুধু শিখে নিতে হবে কিছু ট্রিকস।
ঠোঁটের কালচে দাগছোপ দূর করতে ব্যবহার করতে পারেন সুগার স্ক্রাব। চিনি গুঁড়ো করে তার সঙ্গে সামান্য মধু আর কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিতে পারেন এই বিশেষ স্ক্রাব।
ঠোঁট ফাটা রুখতে অর্থাৎ রুক্ষ-শুষ্ক ভাব দূরে সরিয়ে ঠোঁটের আর্দ্র ভাব ফিরিয়ে আনার জন্য সবার প্রথমে প্রয়োজন পরিমিত জল খাওয়া। এর পাশাপাশি ক্রিম, ময়শ্চারাইজার লাগাতে হবে।
অনেকের দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর বা ঠোঁটের চামড়া তোলার বদভ্যাস থাকে। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ না করলে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা কমার বদলে বেড়েই যাবে।
সুগার স্ক্রাব দিয়ে ঠোঁটে স্ক্রাবিং করার পাশাপাশি যাঁদের ঠোঁট খুব শুষ্ক তাঁরা সবসময় হাল্কা একটা লিপবাম লাগিয়ে রাখতে পারেন।
লিপস্টিক পরলে তা সঠিক ভাবে ঠোঁট থেকে তুলে ফেলা ভীষণ জরুরি। নাহলে ঠোঁট কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
মধু আর লেবুর রস মিশিয়েও ঠোঁটের উপর পুরু আস্তরণ লাগিয়ে রাখতে পারেন স্নানের আগে। মিনিট ১০ রেখে ধুয়ে ফেলুন। সাতদিন এই অভ্যাস করলে কালচে ভাব অনেকটাই কমবে।
চিনির সঙ্গে শসার রস মিশিয়ে যে মিশ্রণ তৈরি হবে, সেটাও মাখতে পারেন ঠোঁটে। এর সাহায্যেও কালচে ভাব দূর হতে পারে।
লিপস্টিক তোলার সময় কখনই অতিরিক্ত জোরে ঘষে ঘষে লিপস্টিক তুলতে যাবেন না। এর ফলে ঠোঁটের চামড়ার ক্ষতি হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -