Virat Anushka Anniversary: বিবাহবার্ষিকীতে এক ঝলকে বিরাট-অনুষ্কার রোম্যান্টিক মুহূর্তের কিছু ছবি
আজ চতুর্থ বিবাহবার্ষিকী বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। ২০১৭-র ১১ ডিসেম্বর বিরুষ্কার রূপকথার মতো বিয়ের সাক্ষী থেকেছিল দুনিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি দুজনেই। দুজনের প্রোফাইলেই চোখ রাখলে একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি চোখে পড়বে।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে অনুরাগীরা একসঙ্গে 'বিরুষ্কা' নামেই ডাকেন। তাই আজ বিবাহবার্ষিকীর দিন অনুরাগীরাও তাঁদের পুরনো ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন।
ইতিমধ্যেই নেট মাধ্যমে বিরাট-অনুষ্কাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন নেট নাগরিকরা। বাদ নেই বলিউডের অন্যান্য তারকারাও। তাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন রোম্যান্টিক জুটিকে।
এক অনুরাগী লিখেছেন, 'চার বছর আগে আজকের দিনেই মেহেন্দি, গায়ে হলুদ হয়েছিল। সেই উজ্জ্বলতা আজও ফুটে উঠেছে।'
পোশাক থেকে একসঙ্গে নানা অ্যাকটিভিটির মাধ্যমেও চর্চায় থাকেন। আবার কোনও অনুরাগী শুভেচ্ছায় লিখেছেন, 'জনপ্রিয় জুটিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আপনাদের জীবনে ভরে উঠুক অনেক আনন্দ।'
কোনও অনুরাগী লিখছেন, 'বিবাহবার্ষিকীতে অনেক সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসায় ভরে উঠুক তোমাদের জীবন'।
চলতি বছর বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিবাহবার্ষিকী আরও বেশি স্পেশাল। কারণ, সম্প্রতি তাঁদের জীবনে এসেছে সন্তান।
ভামিকাকে সঙ্গে নিয়ে চলতি বছর বিবাহবার্ষিকী পালন করছেন বিরাট-অনুষ্কা।
প্রসঙ্গত, সদ্য বিবাহিত ভিকি-ক্যাটরিনার বিয়ের পর অভিনব কায়দায় তাঁদের শুভেচ্ছা জানান অনুষ্কা শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -