Anant-Radhika Pre-Wedding Ceremony: অনন্ত-রাধিকাকে বহুমূল্য উপহার, ‘গডফাদার’ শাহরুখ থেকে ‘ভাইজান’ সলমন, হাত খুলে খরচ তারকাদের
পৃথিবীর সব ধন-ঐশ্বর্য যাঁদের কাছে, অন্যের উপহারের ধার ধারেন কি তাঁরা? কিন্তু আম্বানি পরিবারও সেই গোত্রেই পড়েন। পৃথিবীর তাবড় ধবনকুবের থেকে তারকাদের আনাগোনা লেগেই থাকে তাঁদের পারিবারিক অনুষ্ঠানে। তবে উপহার গ্রহণের চেয়ে আগত অতিথিদের আপ্যায়নেই বেশি জোর দেন তাঁরা। ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাঁদের ভালবাসা এবং উপহারে ভরিয়ে দিলেন বলিুড তারকারাও। যুগলকে বহুমূল্য উপহারে ভরিয়ে দিয়েছেন সকলে। ফাইল চিত্র।
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, শাহরুখ খান যুগলকে Mercedes Benz 300 SLR গাড়ি উপহার দিয়েছেন। অনন্তের ‘গডফাদার’ শাহরুখ। রাধিকা তাঁকে ‘আঙ্কল’ বলে ডাকেন। ফাইল চিত্র।
তাই তাঁদের উপহার দিতে গিয়ে টাকার কথা ভাবেননি শাহরুখ। Mercedes Benz 300 SLR গাড়িটির দাম পড়েছে প্রায় ৫ কোটি টাকা। ফাইল চিত্র।
প্রাক-বিবাহ অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে খুনসুঁটি করতে দেখা যায় অনন্তকে। কখনও সলমনকে কোলে তোলার চেষ্টা করেন তিনি, কখনও আবার আলিঙ্গন করে থাকতে দেখা যায়। রাধিকাকে সলমন হিরের দুল উপহার দিয়েছেন বলে জানা গিয়েছে। ফাইল চিত্র।
ইশা আম্বানির সঙ্গে এক স্কুলে পড়েছেন কিয়ারা আডবানি। অনন্ত এবং রাধিকাকে তিনি সোনার তৈরি, হিরে খচিত লক্ষ্মী এবং গণেশমূর্তি দিয়েছেন বলে জানা গিয়েছে। ফাইল চিত্র।
অন্য দিকে, তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একটু দেরি করেই পৌঁছেছিলেন জামনগরে। তাঁরা রাধিকাকে হিরের নেকলেস উপহার দিয়েছেন বলে খবর। ফাইল চিত্র।
অন্তঃসত্ত্বা দীপিকাকে জামনগরে দেখে চমকে গিয়েছিলেন সকলেই। স্বামী রণবীর সিংহের সঙ্গে মঞ্চে পারফর্মও করেন তিনি। অনন্ত এবং রাধিকাকে তাঁরা বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছেন, যার দাম প্রায় ১ কোটি টাকা। ফাইল চিত্র।
গুজরাতের জামনগরে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে তারকাদের মেলা বসেছিল। বলিউড তারকারা তো বটেই, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, বিল গেটস, মার্ক জাকারবার্গ, গৌতম আদানিও অনুষ্ঠানে শামিল হন। ফাইল চিত্র।
হলিউড থেকে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেন রিহানা। কয়েক ঘণ্টার জন্য প্রায় ৭০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। অতিথিদের যথেষ্ট উপহার দিয়ে বিদায় জানান আম্বানিরাও। ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -