Armaan Malik Marriage: প্রেমিকাকে বিশেষভাবে বিয়ের প্রস্তাব জানিয়েছিলেন আরমান, কে এই আশনা?
নতুন বছরে নতুন জীবন শুরু করলেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছবি। লিখলেন, 'তুমিই আমার ঘর'।
কিন্তু কীভাবে শুরু হয়েছিল আরমান আর আশনার প্রেম? শোনা যায়, ২০১৭ সালে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।
তবে কিছুদিন পরেই নাকি বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ২০১৯ সালে ফের সম্পর্কে জড়ান তাঁরা।
সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব জানানোর জন্য নাকি একটি গান বেঁধেছিলেন আরমান মালিক।
‘কসম সে: দ্য প্রোপোজ়াল ফর হিজ় লেডি লভ’ নামে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান
১৯৯৩ সালের অগস্ট মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আশনার। আরমানের সঙ্গে তাঁর প্রেম দীর্ঘদিনের।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন আরমান মালিক। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন আশনা। পেশায় নেটপ্রভাবী আশনার বয়স ৩১ বছর।
তিনি একজন নেটপ্রভাবী। তবে আশনার সঙ্গে বলিউড যোগও রয়েছে। ২০১৬ সালে ইউটিউবে আশনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। রাতারাতি জনপ্রিয় হয়ে যান আশনা
বিয়ের আগেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন আশনা ও আরমান। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁরা শেয়ার করে নিতেন সেই সমস্ত ছবি। আর এবার পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন আরমান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -