Panchayat 3: ছবিতে সাদা-সিধা প্রধানজীর মেয়ে, বাস্তবেও এমনই সহজ সরল 'পঞ্চায়েত ৩'-এর রিঙ্কি ?
২০২২-এর পর এবার ২৮ মে ২০২৪ মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর সিজন থ্রি। ২ বছর আগে থেকেই অনুরাগীদের মধ্যে গুঞ্জন চলছিলই। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহজ সরল গল্পের 'পঞ্চায়েত ৩'-এ ফের দেখা যাবে রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সল মালিক, জিতেন্দ্র কুমারের সরল রসায়ন। আর তাঁর সঙ্গে রয়েছেন প্রধানজীর কন্যা রিঙ্কিও। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
এই রিঙ্কির চরিত্রে অভিনয় করেছেন সানভিকা। এই সিরিজের আগে তাঁকে অন্য কোনও ছবিতে দেখা যায়নি। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
'পঞ্চায়েত'-এর তিনটি সিজনেই অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছেন সানভিকা। জিতেন্দ্র কুমার ওরফে সচিবজীর সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন ভক্তদের হৃদয় ছুঁয়েছে। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
রিঙ্কির চরিত্রাভিনেতা সানভিকা মধ্যপ্রদেশের জব্বলপুরে বড় হয়েছেন। ইঞ্জিনিয়ারিং পাশ করেও ৯টা-৫টার চাকরি তিনি করতে চাননি কখনও। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
এক সাক্ষাৎকারে সানভিকা বলেছিলেন যে, তিনি তাঁর বাবা-মাকে মিথ্যে বলে মুম্বইতে অভিনয়ের জন্য চলে গিয়েছিলেন। বাড়িতে বলেছিলেন পড়াশোনার জন্য বেঙ্গালুরু যাচ্ছেন। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
'পঞ্চায়েত' ওয়েব সিরিজ দিয়েই অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২ লক্ষেরও বেশি অনুরাগী রয়েছেন। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
সিরিজে প্রায় সময়েই তাঁকে সালোয়ার কামিজে দেখা গিয়েছে, যেন একজন নিপাট সরল গ্রাম্য তরুণী। এমনকী সচিবকে গণিতে নিজের কম নম্বর বলেও লজ্জিত হন তিনি। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
সিরিজে তাঁকে যতটা সহজ-সরল দেখায়, আদপে রিয়েল লাইফে তিনি অত্যন্ত স্টাইলিশ এবং ফ্যাশনিস্তা। ইনস্টাগ্রামে তাঁকে ওয়েস্টার্ন পোশাকেও দেখা গিয়েছে। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
'পঞ্চায়েত' ছাড়াও ওটিটিতে লখন লীলা ভার্গব এবং হাজমতের মত শো-তে তাঁকে দেখা গিয়েছিল। তবে 'পঞ্চায়েত ৩'-এর পর তাঁর আগামী প্রজেক্ট সম্পর্কে কিছুই জানাননি রিঙ্কি ওরফে সানভিকা। ছবি- সানভিকার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -