Yuvaan Party Photos: ডেনিম, টি শার্ট, টুপি, কেমন কাটল ইউভানের প্রথম পার্টি?
স্ট্রাইপ টি শার্টের ওপর সাজা শার্ট, ডেনিম। মাথায় টুপি। চোখে অপার বিস্ময়! হবে নাই বা কেন! জন্মের পর এটা তার প্রথম পার্টি যে! ছোট্ট ইউভানের ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬ মাস বয়স ইউভানের। এই প্রথম কোনও পার্টিতে গেল সে। ছবিতে দেখা গেল, তার চোখে মুখে উপচে পড়ছে খুশি। শুভশ্রীও লিখলেন, প্রথম পার্টি ভালোই উপভোগ করেছে ইউভান।
হাজির আকাশি রঙের কেক। তার ওপরে চিনি-ক্রিম দিয়ে বানানো হাতি-জিরাফ। ছোট্ট হাত বাড়িয়ে সেই কেক ছুঁতে চাইছে একরত্তি ইউভান। ছেলের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে এই ছবিটি শেয়ার করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কয়েকদিন আগেই অন্নপ্রাশন হয়েছে ইউভানের। সেইদিন একটি ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানে দেখা যায় ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠানের ঝলক। সন্তানকে নিয়ে নিজের অনুভূতির কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন শুভশ্রী।
সম্প্রতি রাজ বলছিলেন, ‘বাবা হয়েছি এই অনুভূতির অদ্ভূত ভালোলাগার। যেন পৃথিবীতে আর কিছুই চাই না।‘ শুভশ্রীর বাবা বলছেন, ‘ইউভান ওর বাবার মতোই একজন দক্ষ মানুষ হোক।‘
সম্প্রতি হালিশহরে অন্নপ্রাশন হয়েছিল ইউভানের। রাজের দেশের বাড়ি সেজে উঠেছিল ফুলে, অতিথি সমাগমে। সেই অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানে নায়িকাকে বলতে শোনা গেল, ইউভান এখন আমার আর রাজের জীবন। আমি যখন অন্তঃস্বত্তা ছিলাম তখন প্রত্যেক মুহূর্তে ইউভানকে অনুভব করতাম। আমরা একসঙ্গে নিশ্বাস নিতাম। আমাদের হার্টবিট একসঙ্গে হত।‘
টলিউডের অন্যতম হিট জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন তাঁদের জীবন জুড়ে কেবলই একরত্তি ইউভান। দম্পতির সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে ইউভানের বিভিন্ন খুনসুটি। ইউভানের নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
ছবি সৌজন্যে: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -