Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে?
![Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে? Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/30/999d28d282b12c165efcb756df3db2f68561d.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
জি বাংলার তরফে এবার মহালয়ার বিশেষ উপস্থাপনা 'নব রূপে দেবী দুর্গা'। ২ অক্টোবর ভোর ৫টায় দেখানো হবে এই অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে? Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/30/ff82fcbd0f1628319fe82d84c9609f6739be0.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
১ ঘণ্টা ধরে বর্ণিত হবে দেবী দুর্গার অসুর বধ ও দুর্গতি নাশের কাহিনি। গত বছরের মতো এবারও মহামায়া ও মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
![Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে? Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/30/5e406e42cb4ec4d2649cf810268b50c3906b8.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
তবে দেবীর আরও ৯ রূপের উল্লেখ থাকবে 'নব রূপে দেবী দুর্গা'য়। শৈলপুত্রীর চরিত্রে দেখা যাবে ঋষিতা নন্দিকে।
ব্রহ্মচারিণীর চরিত্রে অনুষ্ঠানে দেখা মিলবে অঙ্কিতা মল্লিকের। সেই সঙ্গে চন্দ্রঘণ্টা রূপে দেখা যাবে মোহনা মাইতিকে।
নয় রূপের প্রত্যেকটির নেপথ্য কাহিনি তুলে ধরা হবে অনুষ্ঠানে যা অবশেষে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে নিষ্পত্তি লাভ করবে।
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মণ্ডলকে দেখা যাবে কুশমণ্ডা রূপে। স্কন্দমাতার রূপে অভিনয় করবেন শ্বেতা ভট্টাচার্য।
কাত্যায়নির চরিত্রে দেখা যাবে পল্লবী শর্মাকে। স্বীকৃতি মজুমদার আসবে মহাগৌরী রূপে এবং ডোনা ভৌমিককে দেখা যাবে সিদ্ধিদাত্রী রূপে।
এছাড়াও একাধিক নানা চরিত্রের মধ্যে রয়েছেন কার্তিক রূপে আরুষ, মহাদেব রূপে অভিষেক বসু, মহিষাসুর রূপে অর্ণব চক্রবর্তী।
পাশাপাশি পার্বতী রূপে দেখা যাবে শার্লি মোদক, সরস্বতীর রূপে দেখা যাবে ঋতু পাইনকে, এবং মা লক্ষ্মীর রূপে দেখা দেবেন সোমু সরকার।
দুষ্টের দমন করতে, শিষ্টের পালন করতে, অশুভ শক্তির বিনাশ ঘটাতে প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিন দর্শকদের বিনোদনের জন্য তৈরি এই অনুষ্ঠান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -