India vs Bangladesh Records: ঝোড়ো ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটের সংজ্ঞা বদলে দিল ভারত, কানপুরে রেকর্ডের পর রেকর্ড
কানপুরে বৃষ্টি আর ভেজা মাঠের জন্য ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম তিনদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় দিন তো একটাও বল খেলা হয়নি। সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ। শেষ ২ দিনব কার্যত নিয়মরক্ষার খেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকে জানত যে, চতুর্থ দিন আচমকা ম্যাচে প্রাণ ফিরে আসবে? ভারতের আগ্রাসী ক্রিকেটে ম্যাচে শুধু ফয়সালার সম্ভাবনাই তৈরি হল না, গ্রিন পার্কে রেকর্ডেরও ছড়াছড়ি।
ভারত মাত্র ৩৪.৪ ওভারে ২৮৫/৯ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে।
মাত্র ৩ ওভারে ৫১ রান তোলে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও দলের এটাই দ্রুততম ৫০ রানে পৌঁছনোর নজির।
ওপেনিং পার্টনারশিপে মাত্র ২৩ বলে ৫৫ রান যোগ করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে পঞ্চাশের বেশি রান উঠেছে, এরকম ক্ষেত্রে ওভার প্রতি সবচেয়ে বেশি রান রেট রেখে রান তুলেছেন রোহিত ও যশস্বী। ১৪.৩৪ রান রেটে রান করেছেন দুজনে। যা রেকর্ড। ভেঙে দিলেন চলতি বছরেই এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের দুই ওপেনার বেন স্টোকস ও বেন ডাকেটের রেকর্ড। সেই ম্যাচে ৪৪ বলে অবিচ্ছেদ্য জুটিতে ৮৭ রান তোলার ফাঁকে ১১.৮৬ রান রেটে ব্যাট করেছিলেন ইংরেজ ওপেনারেরা।
মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি করেন যশস্বী। টেস্টে ভারতীয়দের মধ্যে যা যুগ্মভাবে তৃতীয় দ্রুততম। ৩২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সহবাগ। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। ঋষভ পন্থের ২৮ বলে ও কপিল দেবের ৩০ বলে টেস্টে হাফসেঞ্চুরি আছে। ৩১ বলে যশস্বী ছাড়াও হাফসেঞ্চুরি রয়েছে শার্দুল ঠাকুরের।
টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়ল ভারত। চলতি বছরে ভারতীয় ব্যাটাররা টেস্টে এখনও পর্যন্ত ৯৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ২০২২ সালে ৮৯টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে গেল সোমবার।
১০.১ ওভারে একশো পূর্ণ করে ভারত। টেস্টে কোনও দেশের দ্রুততম একশো রান। ২০২৩ সালে পোর্ট অফ স্পেনে ১২.২ ওভারে একশো করেছিল ভারত। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল ভারত।
১৮.২ ওভারে দেড়শো পূর্ণ করে ভারত। সেটাও টেস্টে দ্রুততম। ২৪.৪ ওভারে দুশো পূর্ণ করে ভারত। ভেঙে দেয় অস্ট্রেলিয়ার ২৮.১ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে করা দুশো রানের রেকর্ড।
৮.২২ রান রেটে রান করেছে ভারত। ইনিংসে দুশোর বেশি রান উঠেছে, এরকম ম্যাচে যা বিশ্বরেকর্ড। ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান রেটে ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ডও ভেঙে চুরমার। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -