মেষ-কন্যা রাশির জাতকরা বাড়তি সতর্ক থাকুন
কোনও কাজকে হেঁয় করা ঠিক নয়। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। শরীর নিয়ে সতর্ক থাকুন। নজর দিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার দিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের চেনা ছন্দে চলতে গিয়ে কাউকে আঘাত না করে ফেলেন, সে বিষয়ে সতর্কতা প্রয়োজন। বাড়ি হোক বা কর্মস্থল, সবার কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। বাড়িতে আসতে পারেন কাছের অতিথি।
কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে যথেষ্ট ভাবনাচিন্তা করে নিন। বাড়তে পারে কাজের চাপ। দৈনন্দিন ওষুধ খাওয়ার বিষয় থাকলে তা একদমই উপেক্ষা করবেন না, ফল হতে পারে মারাত্মক।
অপ্রয়োজনীয় বেশি অর্থ ব্যয়ের আশঙ্কা। তাই যেমন প্রয়োজন ও পকেটের জোর, সেই অনুযায়ী কেনাকাটা করাই স্রেয়। ভোগাতে পারে চোখের সমস্যা।
নিজের রোজের কাজের রুটিন বজায় রেখে চলুন, তাহলেই মানসিক ও শারীরিকভাবে তরতাজা থাকা যাবে। পরিবারের সঙ্গে সময় কাটান। ভোগাতে পারে দাঁতের সমস্যা।
যে কোনও পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য তৈরি থাকুন। বসের রুঢ় কথা মানসিক অস্বস্তির মধ্য়ে ফেলতে পারে। শিক্ষার্থীরা নিজেদের কাজে নজর দিন। শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ারও আশঙ্কা, সতর্ক থাকুন।
মাথা ঠান্ডা রেখে চলুন। অন্যথায় শরীরেও তাঁর প্রভাবের আশঙ্কা। হোটেল-ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। অল্প ব্যায়াম শরীর ও মেজাজ চাঙ্গা রাখতে সাহায্য করবে।
শুভ দিন। আপনাকে ঘিরে থাকা ব্যক্তিদেরও উৎসাহিত করুন। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকলে সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। হালকা খাবার খান, ভোগাতে পারে ডিহাইড্রেশন।
দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নিজের মতো করে কাজ শুরু করে দিন। শুভ সময় আসছে, পরিশ্রমের ফল পাবেনই। শিক্ষার্থীদের দিকে অভিভাবকরা দিন।
ভয়ডরহীন মানসিকতার জেরে মন চঞ্চল থাকতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ করে ফেলার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভ দিন। কাজের চাপ ও ঠান্ডা লাগা ভোগাতে পারে।
কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখুন। কঠিন দিন, তাই কাছের লোকের সাহায্য দরকার। কাজের চাপ থাকবে বেশ ভালোরকম। ভোগাতে পারে মাথা ও চোখের ব্যথা।
অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আশঙ্কা প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার। বাড়বে কাজের চাপ। শিক্ষার্থীদের জন্য বালো দিন। উচ্চ রক্তচাপে ভুগলে প্রয়োজন বাড়তি সতর্কতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -