AC Care: এসি চালিয়ে বিদ্যুতের বিলে হিমশিম খাচ্ছেন ? এই পদ্ধতি মানলে, AC বন্ধেও ঘর ঠান্ডা রাখবে
AC Room Save Electricity : এসি চালিয়ে বিদ্যুতের বিলে হিমশিম খাচ্ছেন ? তাহলে দেখুন একনজরে
এসি চালিয়ে বিদ্যুতের বিলে হিমশিম খাচ্ছেন ? এই পদ্ধতি মানলে, AC বন্ধেও ঘর ঠান্ডা রাখবে
1/10
কেরলে বর্ষা ঢুকলেও, সব রাজ্য স্বস্তিতে নেই। একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহ।
2/10
আবার কোথাও আর্দ্রতার জেরে খারাপ অবস্থা। এমন অবস্থায় টানা এসি চলছে প্রায় প্রত্যেক বাড়িতে।
3/10
তবে একটানা এসি চালানোয় বিদ্যুৎ এর বিলও সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। চিন্তা নেই, উপায় আছে।
4/10
ঘর ঠান্ডাই থাকবে। যার জন্য ঘরে লাগবে এসির পাশাপাশি একটি সিলিং ফ্যান।
5/10
যদি আপনার ঘরে এসি ও ফ্যান দুটিই লাগানো থাকে, তাহলে সেক্ষেত্রে এই উপায় আপনার কাজে লাগবে।
6/10
ঘরও ঠান্ডা থাকবে। এদিকে বিদ্যুৎ এর বিলও বেশি হবে না, আপনার পকেটও বাঁচবে।
7/10
সেক্ষেত্রে আপনি এসি চালানোর সঙ্গে আপনি ওই ঘরে ফ্যানটিও চালাবেন।
8/10
১ থেকে ২ ঘণ্টা এসি চালিয়ে, তারপর বন্ধ করে দিলেও ওই ঘর ঠান্ডা থাকবে।
9/10
তবে এসি চালানোকালীন ফ্যান দ্রুত চললে, ঠান্ডা বাতাস উপরে যাওয়ায়, নিচে পৌঁছাতে পারে না।
10/10
যদিও সিলিং ফ্যান বাইরে থেকে গরম হাওয়া টেনে নেওয়া , এসির ঘরে জোরে পাখা চালাতে বারণ করেন বিশেষজ্ঞরা।
Published at : 03 Jun 2024 05:32 PM (IST)