AC Care: এসি চালিয়ে বিদ্যুতের বিলে হিমশিম খাচ্ছেন ? এই পদ্ধতি মানলে, AC বন্ধেও ঘর ঠান্ডা রাখবে
কেরলে বর্ষা ঢুকলেও, সব রাজ্য স্বস্তিতে নেই। একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবার কোথাও আর্দ্রতার জেরে খারাপ অবস্থা। এমন অবস্থায় টানা এসি চলছে প্রায় প্রত্যেক বাড়িতে।
তবে একটানা এসি চালানোয় বিদ্যুৎ এর বিলও সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। চিন্তা নেই, উপায় আছে।
ঘর ঠান্ডাই থাকবে। যার জন্য ঘরে লাগবে এসির পাশাপাশি একটি সিলিং ফ্যান।
যদি আপনার ঘরে এসি ও ফ্যান দুটিই লাগানো থাকে, তাহলে সেক্ষেত্রে এই উপায় আপনার কাজে লাগবে।
ঘরও ঠান্ডা থাকবে। এদিকে বিদ্যুৎ এর বিলও বেশি হবে না, আপনার পকেটও বাঁচবে।
সেক্ষেত্রে আপনি এসি চালানোর সঙ্গে আপনি ওই ঘরে ফ্যানটিও চালাবেন।
১ থেকে ২ ঘণ্টা এসি চালিয়ে, তারপর বন্ধ করে দিলেও ওই ঘর ঠান্ডা থাকবে।
তবে এসি চালানোকালীন ফ্যান দ্রুত চললে, ঠান্ডা বাতাস উপরে যাওয়ায়, নিচে পৌঁছাতে পারে না।
যদিও সিলিং ফ্যান বাইরে থেকে গরম হাওয়া টেনে নেওয়া , এসির ঘরে জোরে পাখা চালাতে বারণ করেন বিশেষজ্ঞরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -