Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Adenovirus : অ্যাডিনোভাইরাসের ভয়াবহ প্রভাব আটকাতে জ্বর আসলেই যা যা করতে হবে
গাদাগাদি করে বেডে শুয়ে শিশুরা... পাশে স্য়ালাইনের বোতল ধরে আছেন তার মা... পেডিয়াট্রিক ICU-র অবস্থাও মারাত্মক। সেখানেও এক বেডে ২ জন করে শিশু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিস্থিতি এতটা ভয়ঙ্কর হওয়ার আগে কী করা দরকার ? কীভাবে আটকানো যাবে এত বাড়াবাড়ি ?
ডা. জয়দেব রায় জানালেন, এই রোগে যে শিশুদের অবস্থা সঙ্কটজনক হচ্ছে, তাদের বয়স কয়েক মাস থেকে ২ বছর। এই বয়সের শিশুরা নিজেদের কষ্ট বলতে পারে না। যখন তাঁদের অবস্থার অতি অবনতি হয়, তখন হয়ত অভিভাবকরা ছোটাছুটি শুরু করেন।
বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ জানালেন, জ্বর এলে বারবার তাপমাত্রা পরীক্ষা করা জরুরি। সেই সঙ্গে দিতে হবে প্যারাসিটামল।
অ্যাডিনোভাইরাসের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া অ্যান্টি বায়োটিকের কোনও ভূমিকা নেই। তাই প্যারাসিটামলি ভরসা।
এছাড়া শিশুর জ্বর এলে তাঁকে বেশি করে ফ্লুইড দিতে হবে, যাতে শরীরে ডিহাইড্রেশন না আসে। সেই সঙ্গে বারবার চেক করতে হবে অক্সিজেন লেভেল।
এর জন্য ছোটদের অক্সিজেন লেভেল মাপা যায় এমন অক্সিমিটার কিনে নিতে হবে। পিডিয়াট্রিশয়ানের সঙ্গে যোগাযেগ রাখতে হবে।
শিশু খাওয়া কমিয়ে দিলে বা একেবারেই ছেড়ে দিলে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে।
টানা জ্বর, শ্বাসকষ্ট, প্রস্রাবের সঙ্গে রক্ত, প্রস্রাব কমে যাওয়া , প্রবল ডায়ারিয়া , শ্বাসকষ্টের ফলে পাঁজর ঢুকে যাওয়া , ইত্যাদি লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে ।
বিপদ এড়াতে কোভিডের মতোই এক্ষেত্রেও মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -