Adenovirus : অ্যাডিনোভাইরাসের ভয়াবহ প্রভাব আটকাতে জ্বর আসলেই যা যা করতে হবে
পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হওয়ার আগে কী করা দরকার ? কীভাবে আটকানো যাবে এত বাড়াবাড়ি ?
অ্যাাডিনো সংক্রমণ, কী কী লক্ষণ দেখলে হাসপাতালে ভর্তি করতেই হবে ?
1/10
গাদাগাদি করে বেডে শুয়ে শিশুরা... পাশে স্য়ালাইনের বোতল ধরে আছেন তার মা... পেডিয়াট্রিক ICU-র অবস্থাও মারাত্মক। সেখানেও এক বেডে ২ জন করে শিশু।
2/10
পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হওয়ার আগে কী করা দরকার ? কীভাবে আটকানো যাবে এত বাড়াবাড়ি ?
3/10
ডা. জয়দেব রায় জানালেন, এই রোগে যে শিশুদের অবস্থা সঙ্কটজনক হচ্ছে, তাদের বয়স কয়েক মাস থেকে ২ বছর। এই বয়সের শিশুরা নিজেদের কষ্ট বলতে পারে না। যখন তাঁদের অবস্থার অতি অবনতি হয়, তখন হয়ত অভিভাবকরা ছোটাছুটি শুরু করেন।
4/10
বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ জানালেন, জ্বর এলে বারবার তাপমাত্রা পরীক্ষা করা জরুরি। সেই সঙ্গে দিতে হবে প্যারাসিটামল।
5/10
অ্যাডিনোভাইরাসের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া অ্যান্টি বায়োটিকের কোনও ভূমিকা নেই। তাই প্যারাসিটামলি ভরসা।
6/10
এছাড়া শিশুর জ্বর এলে তাঁকে বেশি করে ফ্লুইড দিতে হবে, যাতে শরীরে ডিহাইড্রেশন না আসে। সেই সঙ্গে বারবার চেক করতে হবে অক্সিজেন লেভেল।
7/10
এর জন্য ছোটদের অক্সিজেন লেভেল মাপা যায় এমন অক্সিমিটার কিনে নিতে হবে। পিডিয়াট্রিশয়ানের সঙ্গে যোগাযেগ রাখতে হবে।
8/10
শিশু খাওয়া কমিয়ে দিলে বা একেবারেই ছেড়ে দিলে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে।
9/10
টানা জ্বর, শ্বাসকষ্ট, প্রস্রাবের সঙ্গে রক্ত, প্রস্রাব কমে যাওয়া , প্রবল ডায়ারিয়া , শ্বাসকষ্টের ফলে পাঁজর ঢুকে যাওয়া , ইত্যাদি লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে ।
10/10
বিপদ এড়াতে কোভিডের মতোই এক্ষেত্রেও মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
Published at : 28 Feb 2023 04:01 PM (IST)