Akshaya Tritiya 2022: আজ অক্ষয় তৃতীয়া, অর্থভাগ্য শুভ-ইচ্ছেপূরণ হতে চলেছে এই চার রাশির
কলকাতা: আজ অক্ষয় তৃতীয়া। দেশজুড়েই চলছে উদযাপন। সকাল থেকে মন্দিরে মন্দিরে ভিড়। এই দিনটি হিন্দুদের কাছে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দিনে নতুন কোনো কাজ করার জন্য কোনো পঞ্জিকা দেখার প্রয়োজন নেই। অক্ষয় তৃতীয়ার পুরো দিনটি শুভ ও শুভ কাজের জন্য মঙ্গলময় থাকে। অনেকেই এই দিনে উপবাস করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী তার সমস্ত ভক্তদের প্রতি সদয় হন।
এবার অক্ষয় তৃতীয়ার দিনে গ্রহের বিশেষ যোগ তৈরি হচ্ছে। চার রাশির জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। এই ৪টি রাশির জাতকদের উপর দেবী লক্ষ্মীর অপার কৃপা থাকার কারণে অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এই চার রাশি হল ধনু, কর্কট, বৃষ এবং মকর রাশি। নতুন কাজ শুরু করার জন্য সময় ভালো। অর্থ দিক শক্তিশালী হবে। মামলায়ও সাফল্য আসবে।
চার রাশির জীবনে প্রতিটি কাজে পরিবারের লোকজনের সহযোগিতা পাবেন। প্রতিটি কাজে ভাগ্য আপনার সঙ্গী থাকবে। এই চার রাশির জাতক জাতিকাদের উপর মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে।
জ্যোতিষীরা বলছেন, অক্ষয় তৃতীয়ার দিনে পঞ্চ মহাযোগ গঠিত হচ্ছে। ৩ মে সূর্য থাকবে মেষ রাশিতে, চন্দ্র থাকবে কর্কট রাশিতে। এছাড়াও কেদার, শুভ কর্তরী, উভয়াচারী, বিমল ও সুমুখ নামে পাঁচটি রাজযোগও তৈরি হচ্ছে। শোভন এবং মাতঙ্গ যোগও এই দিনটিকে অতি বিশেষ করে তুলছে।
যে কারণে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আরও বেড়েছে। এই সময়ে সোনা-রূপো বা নতুন জিনিস কেনা খুবই শুভ হবে। জ্যোতিষীরা বলছেন, এই বিরল সংমিশ্রণের প্রভাব খুবই শুভ হতে চলেছে।
এর জেরে সুখ-সমৃদ্ধি বাড়বে। এই সময়ে যদি দামী জিনিস বা গয়নাপত্র কিনতে না পারেন। ধাতুর তৈরি কিছু জিনিসও বাড়িতে আনতে পারেন। জমি বাড়ি কিনতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ খুবই ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -