Aluminum vs Glass Bottles: কাচ না অ্যালুমিনিয়াম, জলপানের জন্য কোন বোতল আদর্শ?
দেরিতে হলেও প্লাস্টিকে বোতলে জলপান স্বাস্থ্যকর নয় বলে উপলব্ধি করতে পেরেছি আমরা। তাই প্লাস্টিকের পরিবর্তে কাচ বা ধাতব বোতল বেছে নিয়েছি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজারে অ্যালুমিনিয়াম, স্টিল, তামা, কাঠ, কাচের বোতল পাওয়া যায় আজকাল। তবে কাচ এবং স্টিল বা অ্যালুমিনিয়াম বোতলের চাহিদাই বেশি।
কিন্তু জলপানের জন্য কাচ না অ্যালুমিনিয়ামের বোতল, কোনটা ভাল? কখনও মনে এমন প্রশ্নের উদ্রেক ঘটেছে কি? বিশেষজ্ঞরা কী বলছেন জানুন।
গবেষণায় দেখা গিয়েছে, কাচের তুলনায় অ্যালুমিনিয়ামের কার্বন ফুটপ্রিন্ট অনেকটা কম। বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণের নিরিখে কার্বন ফুটপ্রিন্ট নির্ধারণ করা হয়।
এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন বাতাসে মেশে। কাচ বা অ্যালুমিনিয়ামের বোতল তৈরির সময় বাতাসে ওই সমস্ত ক্ষতিকর গ্যাসের নির্গমন ঘটে।
McKinsey-র গবেষণা অনুযায়ী, অ্যালুমিনিয়ামের বোতল তৈরির সময়, কাচের বোতলের তুলনায় ৩১ শতাংশ কম গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটে বাতাসে।
অ্যালুমিনিয়াম অজস্রবার পুনর্ব্যবহারযোগ্যও, গুণমানের কোনও ফারাক হয় না। কিন্তু কাচ অজস্রবার পুনর্ব্যবহার করা যায় না। এতে কাচের গুণগত মান পড়ে যায়। অর্থাৎ কাচের বোতল তৈরিতে বেশি কম শক্তির প্রয়োজন হয়।
অ্যালুমিনিয়ামের বোতল ওজনেও হালকা হয়। যেখানে খুশি নিয়ে যেতে পারেন। কাচের বোতল নিয়ে ঘোরা মুশকিল। একে ভারী, তার উপর ভেঙেও যেতে পারে।
তবে কাচের বোতল দেখতে অ্যালুমিনিয়ামের তুলনায় আকর্ষণীয়। তবে সবদিক থেকে তুলনা করলে অ্যালুমিনিয়ামের বোতল ব্যবহার করাই শ্রেয়। পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বোতল কাচের বোতলকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।
তবে যদি বাড়িতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কাচের বোতল দেখতে ভাল লাগে। বাইরে বেরনোর সময় অ্যালুমিনিয়ামের বোতল রাখতে পারেন ব্যাগে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -