Antibiotics: অল্প জ্বরভাব হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন ? কী হচ্ছে শরীরে ?
দক্ষিণ কোরিয়ার সিওল জাতীয় বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষকদের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনো ব্যক্তি ফ্লু বা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর এলেই সাধারণত অ্যান্টিবায়োটিক লিখে দেন চিকিৎসকেরা। আর অনেকে আবার দোকানে বলে নিজেও কিনে খেয়ে থাকেন।
তবে এই ধরনের অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে যার ফলাফল ভয় ধরাবে।
দক্ষিণ কোরিয়ার সিওল হাসপাতালের গবেষকদের মতে, দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পার্কিনসন রোগও হতে পারে।
৪০ বছর বা তার বেশি বয়সী ২,৯৮,৩৭৯ জন ব্যক্তির উপর গবেষণা চালিয়েছেন গবেষকরা, সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
এই ব্যক্তিরা ১ বছর ধরে অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন এবং এদের মধ্যে যারা ১২১ দিনের বেশি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তাদের পার্কিনসনের ঝুঁকি বেড়েছে ২৯ শতাংশ।
ফলে অ্যান্টিবায়োটিক বেশিদিন ধরে টানা ব্যবহার করা উচিত নয়। অত্যধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পার্কিনসন রোগের ক্ষেত্রে হাত কাঁপা, পেশিশক্তি কমে যাওয়া, ভারসাম্য বজায় রাখতে না পারার মত লক্ষণ দেখা যায়।
মূলত মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিকের অভাবে এই ঘটনা ঘটে। এই ডোপামিন পেশির নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -