Muharram 2021 Quotes: মহরমের শুভেচ্ছাবার্তা জানান প্রিয়জনদের, রইল বাছাই করা মেসেজ
ইসলামি বর্ষপঞ্জির পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম। আরবি শব্দটির অর্থ হল- পবিত্র। আল কোরানেও একে পবিত্র মাস হিসেবেই গণ্য করা হয়েছে। তাই এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহরম কোনও খুশির উৎসব নয়, দুঃখের অনুষ্ঠান। দুঃখের দিনকে স্মরণ করে শোক পালন হয় মহরমে।
বছরে যে চারটে মাস মুসলিমদের কাছে পবিত্র, তার মধ্যে সবার উপরে এর স্থান। হারাম থেকে মহরম শব্দটি এসেছে। হারাম শব্দের অর্থ পাপ আর যে পাপ এই মাসে সংঘটিত হয়েছিল তাকে স্মরণ করেই মুসলিম সম্প্রদায়ের মানুষ মহরম পালন করে থাকেন।
রইল বিশেষ কিছু বার্তা। যা পরিজনদের পাঠাতে পারবেন। যেমন- আমি আপনার এবং আপনার পরিবারের সুখ এবং মঙ্গল জন্য প্রার্থনা করি। আপনারা সবাই একটি সুন্দর বছর এগিয়ে আসুক।
মহরমের শুভ দিনে আল্লাহ আপনাকে স্বাস্থ্য, সম্পদ, শান্তি ও সুখ দান করুন! আপনাকে এবং আপনার পরিবারকে শান্তি, সুখে রাখুন।
হিজরি নববর্ষ শুরু হওয়ার সাথে সাথে আসুন আমরা প্রার্থনা করি যে এটি এক বছর শান্তি, সুখ এবং নতুন বন্ধুদের প্রচুর পরিপূর্ণ হয়ে উঠবে।
আপনার এবং আপনার পরিবারের সুখ এবং মঙ্গল জন্য প্রার্থনা করি। আপনারা সবাই একটি সুন্দর বছর এগিয়ে আসুক। শুভ নতুন হিজরি বছর!
আল্লাহ আপনাকে ভালবাসা, সাহসীতা, প্রজ্ঞা, তৃপ্তি, স্বাস্থ্য, ধৈর্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপহার দিয়ে স্নান করুন। শুভ নব বর্ষ!
“এই নতুন বছরটি বিশ্বের অনেক শান্তি, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। আল্লাহ আমাদের রক্ষা করুন। ” সমস্ত প্রশংসা ও শুকরিয়া আল্লাহর, যিনি আসমান ও জমীনে যা কিছু রয়েছে তাঁরই হোক। দোয়া করুক মহরম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -