Ayurvedic Herbs For Skin: ভেষজ ব্যবহারে মিলবে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, দূর হবে সমস্যা
তুলসী- চিকিৎসা ক্ষেত্রে বহুল ব্যবহৃত উপাদান তুলসী। যা ত্বক কুচকে যাওয়া, কোনও দাগ দূর করতে সাহায্য করে। ত্বককে শুধু স্বাস্থ্যেজ্জ্বলই করে না, একইসঙ্গে ত্বককে সুন্দর রাখে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিনসেং- এই ভেষজ মূলত পাওয়া যায় পূর্ব এশিয়ার দেশগুলিতে। অ্যান্টি এজিং উপাদান রয়েছে। একইসঙ্গে অতি বেগুনি রশ্মি থেকেও এটি ত্বককে রক্ষা করে।
অশ্বগন্ধা- ত্বকের জন্য সবথেকে ভাল অ্যান্টি অক্সিডেন্ট এটি। প্রতিদিন অশ্বগন্ধার ব্যবহারে ত্বক হবে স্বাস্থ্যেজ্জ্বল। মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই ভেষজ।
হলুদ- শুধু রান্নাতেই নয়, দৈনন্দিন কাজেও হলুদের ব্যবহার রয়েছে। অ্যান্টি এজিং উপাদান রয়েছে হলুদে। প্রতিদিন হলুদ ব্যবহারে ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল।
কেশর- ত্বকের জন্য উপকারী কেশর। ব্রণর সমস্যা দূর করতে কেশর উপকারী। কেশর খেলে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল। দুধের সঙ্গে কেশর মিশিয়ে খেলে ত্বক হয় সুন্দর।
চন্দন কাঠ- অ্যান্টি-সেপটিক হিসেবে চন্দন কাঠের তুলনাই নেই। ব্রণর সমস্যা দূর করে চন্দন। চন্দন গুঁড়ো ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায়।
নিম- অ্যান্টি সেপটিক, অ্যান্টি ফাঙ্গল, অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান আছে নিমে। যা ত্বকের যে কোনও সমস্যা দূর করে।
অ্যালোভেরা- ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে অ্যালোভেরা। রোদে পোড়া ভাব দূর করে এই ভেষজ। ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা ব্যবহার করা যায়।
গিলয়- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির করে। গিলয় ত্বকের জন্যও খুব উপকারী।
মুলেঠি- ত্বক পরিষ্কার করতে ব্যবহৃত হয়। মুলেথি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতেও সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -